X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করবে রাশিয়া, পাকিস্তান ও ইরান

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৮, ২০:০৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ২০:১৪

অন্যান্য আঞ্চলিক দেশকে সঙ্গে নিয়ে একটি যৌথ নিরাপত্তা সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান, রাশিয়া ও পাকিস্তান। রাশিয়ার সোচি শহরে তিন দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবদের এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে।

নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করবে রাশিয়া, পাকিস্তান ও ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাতরোশেভ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল নাসির খান জানজুয়ার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক থেকে এশিয়া অঞ্চলে আমেরিকার অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে তা প্রতিহত করার জন্য এ মহাদেশের সংশ্লিষ্ট সব দেশের মধ্যে সার্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

রাশিয়ার সোচি শহরে বিশ্বের পাঁচ দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নবম সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহের গোড়ার দিকে রাশিয়া যান অ্যাডমিরাল আলী শামখানি। বৃহস্পতিবার রাতে সোচি ত্যাগ করার আগে সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন সরকার সিরিয়া ও ইরাক থেকে সন্ত্রাসবাদকে আফগানিস্তানে স্থানান্তর করতে চায়। কিন্তু এই অশুভ তৎপরতা প্রতিহত করতে এশিয়ার সংশ্লিষ্ট অন্যান্য দেশকে সার্বিক সহযোগিতা করবে ইরান।

সন্ত্রাসবাদের মতো যৌথ হুমকি মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সর্বাত্মক সহযোগিতা জরুরি।

সম্প্রতি নিউ ইয়র্কে টেকসই শান্তি শীর্ষক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে অগ্রগামী দেশ হিসেবে ইরান এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানাচ্ছে।

অ্যাডমিরাল শামখানিও সোচি শহরে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল নাসির খান জানজুয়ার সঙ্গে সাক্ষাতে সন্ত্রাসবাদ দমনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের দুইটি প্রভাবশালী দেশ হিসেবে মুসলিম উম্মাহর জন্য একটি নিরাপদ ভবিষ্যত বিনির্মাণে ইরান ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা