X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বার্নিং ম্যান উৎসবের প্রতিষ্ঠাতা ল্যারি হার্ভের জীবনাবসান

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০১৮, ১৫:২৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৭:২৯
image

মানুষের অভ্যন্তরে জন্ম নেওয়া কৃত্রিম অহমবোধকে পুড়িয়ে সহজাত প্রবণতাসম্পন্ন মানুষের উত্থান ঘোষণার উৎসব বার্নিং ম্যান-এর প্রতিষ্ঠাতা ল্যারি হার্ভে মারা গেছেন। শনিবার (২৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে নিজ বাসভবনে তার জীবনাবসান হয়। বার্নিং ম্যান সংগঠনের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

ল্যারি হার্ভে
প্রতি বছর বার্নিং ম্যানের বার্ষিক আয়োজনে অংশ নিতে নেভাদার ব্ল্যাক রক ডেজার্টে ভিড় করেন ৭০ হাজার মানুষ। এখানে নিষ্ক্রিয় হয়ে পড়া নানা শিল্প স্থাপনা এবং কাঠের তৈরি বড় বড় মানব আকৃতিকে নিয়ে আসা হয়। অনুষ্ঠান শেষে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। আগুনে মানুষের দেহের আকৃতির কাঠের মূর্তিকে পোড়ানোর মধ্য দিয়ে আদতে পোড়ানো হয় মানুষের ‘অহম’ কিংবা ‘আত্মরতি’ কিংবা ‘আমিত্ব’। সবমিলে বর্ণ-লিঙ্গ-শ্রেণিসহ নানান ধারার বৈষম্যে স্থিতিশীল থাকা সমাজের হয়ে উঠা মানুষের প্রতিকৃতিকে পুড়িয়ে সত্যিকারের সহজাত প্রবণতাসম্পন্ন মানুষের উত্থান ঘোষণা করা এই বার্নিং ম্যানের উদ্দেশ্য।

বার্নিং ম্যান সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই উৎসবের প্রতিষ্ঠাতা ৭০ বছর বয়সী ল্যারি হার্ভের জীবনাবসান হয়েছে। এ মাসের শুরুর দিকে তিনি স্ট্রোক করেছিলেন। শনিবার সকালে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে হার্ভের। বার্নিং ম্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা মারিয়ান গুডেল লিখেছেন: ‘ল্যারিকে কখনোই মাপা যায়নি। তাকে মাপকাঠি দিয়ে মাপা যায় না। তিনি যেভাবে জীবন কাটাতেন তার মধ্য দিয়ে মাপকাঠিকে ছাপিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন এক নান্দনিক মালি, একজন দার্শনিক, একজন স্বপ্নদ্রষ্টা, এক বুদ্ধির ঝলক, একজন লেখক, এক অনুপ্রেরণা, একজন উদ্যোক্তা, একজন পরামর্শক এবং একদিক থেকে একজন ট্যাক্সি চালক ও একজন বাইক মেসেঞ্জার।’

ল্যারি হার্ভে সম্পর্কে মারিয়ান গুডেল আরও লিখেছেন: ‘আমরা আমাদের দৈনন্দিন জীবনে তার অনুপস্থিতি দীর্ঘদিন ধরে অনুভব করব। কিন্তু তিনি যে ধরনের স্পৃহার মানুষ ছিলেন, সত্যিকার অর্থে তাকে আমরা কখনও মন থেকে সরাতে পারব না।’

১৯৮৬ সালের জুনে বার্নিং ম্যান সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সে সময় হার্ভে এবং তার বন্ধু জেরি গুডেল উত্তরায়ন সংক্রান্তি পালনের জন্য সান ফ্রান্সিসকোর বেকার বিচে কাঠের তৈরি একটি মানবাকৃতিকে জ্বালিয়ে দিয়েছিলেন। সেই থেকে এটি উৎসবে পরিণত হলো। ১৯৯০ সালে নেভাদার ব্ল্যাক রক ডেজার্টে প্রথমবারের মতো উৎসবটি উদযাপন করা হয়। শিগগিরই এ আয়োজন যুক্তরাষ্ট্রের সর্বপরিচিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হলো। ২০১৫ সাল নাগাদ বার্নিং ম্যান প্রকল্পের বার্ষিক আয় ৩ কোটি ৭৫ লাখ ডলারে দাঁড়িয়েছিল। এর মধ্য থেকে ৩ কোটি ৪ লাখ ডলার অনুষ্ঠান পরিচালনা বাবদ ব্যয় করা হয়।

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা