X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সীমান্ত দেয়াল নির্মাণে তহবিল না পেলে শাটডাউনের হুমকি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০১৮, ১৭:০১আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ২৩:২৫
image

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কংগ্রেস আর কোনও তহবিল জোগান না দিলে সেপ্টেম্বরে ফেডারেল সরকারে অচলাবস্থা তৈরির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৮ এপ্রিল) ওয়াশিংটনে এক সমাবেশে এ হুমকি দেন তিনি। অভিবাসন আইনে পরিবর্তন আনার জন্য গত মার্চেও একই রকমের একটি হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্প

মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও প্রায়ই কংগ্রেস তা পাস করতে ব্যর্থ হয়। সে কারণে গত বছরের অর্থ বরাদ্দ চালু রাখতে ফেডারেল এজেন্সিগুলোকে অস্থায়ীভাবে তহবিল যোগান দিতে হচ্ছে। ড্রিমার অভিবাসীদের সুরক্ষার ইস্যুটিকে সামনে এনে এ বছরের জানুয়ারিতে বাজেট আটকে দেয় ডেমোক্র্যাট সিনেটররা। বন্ধ হয়ে যায় মার্কিন সরকারের বিভিন্ন দফতর। তিন দিন ধরে যুক্তরাষ্ট্র সরকারে শাটডাউন বা অচলাবস্থা চলার পর ডেমোক্র্যাটরা তিন সপ্তাহের জন্য একটি ‍ব্যয় বিল পাসের ব্যাপারে সম্মত হয়। গত মাসে ১.৩ ট্রিলিয়ন ডলারের একটি ব্যয় বিলে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এ বিলটি সরকারের তহবিল জোগাবে।

শনিবার ওয়াশিংটনে এক সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেন, ‘সীমান্ত দেয়াল (মেক্সিকো) যাত্রা শুরু করেছে, আমাদের হাতে এর জন্য ১.৬ বিলিয়ন ডলার আছে। ২৮ সেপ্টেম্বর আমরা আবারও তহবিল চাইব এবং আমরা যদি সীমান্ত নিরাপত্তাবাবদ তহবিল না পাই তবে আর উপায় থাকবে না। আমরা দেশ অচল করে দেব, কারণ আমাদের সীমান্তে নিরাপত্তা প্রয়োজন।’

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে সরকারে আবারও শাটডাউন বা অচলাবস্থা তৈরির ক্ষেত্রে ট্রাম্প নিজ দলের সদস্য রিপাবলিকানদেরই সমর্থন পাবেন না বলে মনে করা হচ্ছে। কারণ, তারা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়।

গত মার্চে অভিবাসন আইন পরিবর্তন নিয়ে একইরকম হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তার দাবি ছিল, পরিবর্তিত ওই অভিবাসন আইনের মধ্য দিয়ে অপরাধীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকানো যাবে। 

/এফইউ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া