X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মিসরে ছয় মাসে আটক ২০ জনেরও বেশি সাংবাদিক

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৮, ০১:১৫আপডেট : ০৪ মে ২০১৮, ০১:৪৩
image

 

সাংবাদিকদের সুরক্ষার পক্ষের সংগঠনগুলো সাম্প্রতিক বছরগুলোতে মিসরে সংবাদমাধ্যমের ওপর অপ্রত্যাশিত ধরপাকড়ের খবর দিয়েছে। গত ছয় মাসে গ্রেফতার হয়েছেন ২০ জনেরও বেশি সংবাদকর্মী। অধিকার সংগঠনগুলো বলছে, ক্রমশ পরিস্থিতির বরং আরও অবনতি হচ্ছে। ধরপাকড়ের শিকার ব্যক্তিদের মধ্যে ডজনখানেক গ্রেফতার হয়েছেন শুধু তাদের কাজের জন্য। অধিকার গ্রুপগুলোর বিশ্বাস, নির্বাচনকেন্দ্রিক ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযানের শিকার হয়েছেন এসব ব্যক্তি।
মিসরে ছয় মাসে আটক ২০ জনেরও বেশি সাংবাদিক

গত ফেব্রুয়ারিতে মিসরের একজন শীর্ষস্থানীয় আইন কর্মকর্তা ‘মিথ্যা সংবাদ ছড়িয়ে জাতীয় স্বার্থে আঘাত হানা’ সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ‘মিথ্য সংবাদ’-এর ব্যাপারে তথ্য পেতে টেলিফোন হটলাইন চালুরও ঘোষণা দিয়েছে মিসরের কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট জেনারেল সিসি সংবাদমাধ্যমগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সেনাবাহিনী বা পুলিশের বিরুদ্ধে কথা বলাকে বড় ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হবে।

২০১৩ সালের আগস্ট থেকে মিসরের কারাগারে অন্তরীণ রয়েছেন ফটোসাংবাদিক মাহমুদ আবু জেইদ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মিসরে আটক মাহমুদ আবু জেইদ’কে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম’ পুরস্কারে ভূষিত করেছে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক এই সংস্থা (ইউনেসকো)। মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কারান্তরীণ এই সাংবাদিকের সাহসের স্বীকৃতি এই পুরস্কার।

প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর মিডল ইস্ট ডেস্কের একজন গবেষক সোফি আনমাথ। আল জাজিরা’কে তিনি বলেন, তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক বছর আগের তুলনায় এখন সেন্সরশিপ অনেক বেশি। ২০১৮ সালের মার্চে মিসরের প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে ছয় মাসেই গ্রেফতার হন ২০ জনেরও বেশি সংবাদকর্মী। কয়েকজনকে অবশ্য পরে মুক্তি দেওয়া হয়।

দুনিয়াজুড়ে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে অনলাইন সংবাদমাধ্যমগুলোর। মিসরও এর ব্যতিক্রম নয়। ফলে অনলাইনের ব্যাপারেও খড়গহস্ত সিসি সরকার। চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক আইনি প্রতিষ্ঠান এএফটিএফ-এর হিসাবে, ২০১৭ সালের মে থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৪৯৬টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে দেশটি।

এ তো গেলো অনলাইন সংবাদমাধ্যমের কণ্ঠরোধের বিষয়। এর বাইরেও বিশেষ করে নির্বাচনের সময় বিদ্যমান সংবাদমাধ্যমগুলোকে কঠোর সরকারি নজরদারির আওতায় আনা হয়।

সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রশ্নে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) হিসাবে, মিসরে বর্তমানে অন্তত ৩২ জন সাংবাদিক আটক রয়েছেন। এরমধ্যে ২২ জনকে কোনও অভিযোগ গঠন ছাড়াই আটকে রাখা হয়েছে।

২০১১ সালে আরব বসন্তের জেরে ক্ষমতাচ্যুত হন ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা মিসরের স্বৈরশাসক হোসনি মোবারক। পরের বছর নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন মোহাম্মদ মুরসি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট পায় মিসর। কিন্তু এক বছরের মাথায় সামরিক অভুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। নির্বাসিত সাংবাদিক ইয়েহিয়া ঘানেম আল জাজিরা’কে বলেন, এই প্রতিবিপ্লব থেকে শুরু হয় নজিরবিহীন মিথ্যাচার। লোকজন খুন হতে থাকেন। এসব হত্যকাণ্ড সম্পর্কে এমন অসত্য তথ্য দেওয়া হয় যা ইতোপূর্বে কখনও আমরা দেখিনি।

২০ বছর ধরে মিসরের আল আহরাম পত্রিকায় কাজ করেছেন ইয়েহিয়া ঘানেম। তিনি মূলত যুদ্ধ বিষয়ক সংবাদ সংগ্রহ করতেন। তিনি বলেন, বিপ্লবের ঢেউয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা হোঁচট খায়। দলীয় বিবেচনায় প্রকাশিত মিডিয়াগুলো পরস্পরের বিরুদ্ধে প্রচারণা চালানো শুরু করে।

সেনাবাহিনী কর্তৃক মুসলিম ব্রাদারহুড নেতা মুরসি’র কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার বাস্তবতায় ইসলামপন্থী সংবাদমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়। হুমকিতে পড়েন এসব প্রতিষ্ঠানের কর্মীরা। নির্বাসিত সাংবাদিক ইয়েহিয়া ঘানেম বলেন, ‘মিসরে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলা একটি দুঃস্বপ্ন।’

সেনা অভ্যুত্থানের মাসের মাথায় নিহত হন পাঁচ সাংবাদিক। একই সময়ে সরকারের ধরপাকড়ের শিকার হন ৮০ সংবাদকর্মী। পরে অবশ্য এদের বেশিরভাগকেই মুক্তি দেওয়া হয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় ৪০টি নিউজ গ্রুপ।

ইয়েহিয়া ঘানেম বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে অধিকাংশ মিডিয়া কিনে নিতে শুরু করে সিসি সরকার। সংবাদমাধ্যমগুলোতে প্রভাব বিস্তারে আগের হোসনি মোবারক আমলের চেয়েও অধিক কৌশলী হয় সরকার। এরপর এসব সংবাদমাধ্যমগুলো সামরিক-বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে প্রতিনিধিত্ব করে। তারা এখন মিসরের ৯৫ শতাংশ টিভি চ্যানেলের মালিক। এর পরিণাম সুদূরপ্রসারী।’ তিনি বলেন, এসব সংবাদমাধ্যমগুলো মিসরের জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তারা বিদ্বেষমূলক প্রচারণাই তাদের হাতিয়ার।
সূত্র: আল জাজিরা।

 

/এমপি/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা