X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘মিসরীয় সংবাদকর্মীদের বিপন্নতার প্রতীকে রূপান্তরিত হয়েছেন ফটোসাংবাদিক জেইদ’

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৮, ০১:৩৬আপডেট : ০৪ মে ২০১৮, ০১:৪১
image

 

মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষায় অনন্য সাহসিকতার স্বীকৃতি পেয়েছেন মিসরে আটক ফটোসাংবাদিক মাহমুদ আবু জেইদ। তাকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম’ পুরস্কারে ভূষিত করেছে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক এই সংস্থা (ইউনেসকো)। ২০১৩ সালের আগস্ট থেকে মিসরের কারাগারে রয়েছেন তিনি। তবে মাহমুদ আবু জেইদ একা নন; একই পরিস্থিতিতে রয়েছেন দেশটির আরও বহু সাংবাদিক। শুধু গত ছয় মাসে গ্রেফতার হয়েছেন ২০ জনেরও বেশি সংবাদকর্মী। অ্যাকটিভিস্টরা বলেছন, সেখানে আটক থাকা অন্যান্য সংবাদকর্মীদের বিপন্নতার প্রতীকে পরিণত হয়েছেন জেইদ।

‘মিসরীয় সংবাদকর্মীদের বিপন্নতার প্রতীকে রূপান্তরিত হয়েছেন ফটোসাংবাদিক জেইদ’

২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। ক্ষমতা দখল করেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। ওই সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে ঐতিহাসিক রাবা স্কয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুরসি সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। আর এই সংঘাতের ছবি তুলতে গিয়ে গ্রেফতার হন খ্যাতনামা এই ফটোসাংবাদিক। এরপর গত পাঁচ বছর ধরে কারাপ্রকোষ্ঠে দিন গুনছেন টাইম, বিবিসি, অ্যামনেস্টির মতো প্রতিষ্ঠানের জন্য কাজ করা এই সংবাদকর্মী। আটক ফটোসাংবাদিক মাহমুদ আবু জেইদ-এর আরেক নাম শাওকান। স্থানীয়ভাবে তিনি এ নামেই বেশি পরিচিত।

অ্যাক্টিভিস্টরা বলছেন, মাহমুদ আবু জেইদ-এর এ পুরস্কার প্রাপ্তি মিসরে দমনপীড়নের শিকার সাংবাদিকদের মুক্তিতে দেশটির সরকারের ওপর চাপ তৈরি করবে। কেননা এখনও দেশটির কারাগারে অন্তরীণ রয়েছেন কয়েক ডজন সংবাদকর্মী। ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট (আইপিআই)-এর পরিচালক স্কট গ্রিফিন আল জাজিরা’কে বলেন, ‘আমরা জানি আগে থেকেই এই পুরস্কারের একটা প্রভাব রয়েছে। শাওকান হচ্ছেন মিসরীয় সাংবাদিকদের প্রতীক; যিনি তার কাজ চালিয়ে যেতে অপরাগ। তিনি হচ্ছেন তাদের প্রতীক; যারা গত কয়েক বছর থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে।’

সহসা মিসরের এমন পরিস্থিতির কোনও পরিবর্তনের আশা দেখছেন না স্কট গ্রিফিন। তাহলে কী দেশটির শক্তিশালী সংবাদমাধ্যম এভাবেই বিপন্ন হবে? আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের প্রতি এমন হুমকির বিষয়টিই সামনে আসছে।

/এমপি/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে