X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
জন্ম দ্বিশতবার্ষিকী উদযাপন

চীনের দেওয়া কার্ল মার্কসের মূর্তি নিয়ে জার্মানিতে অসন্তোষ

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৮, ১৪:৩২আপডেট : ০৮ মে ২০১৮, ১৭:২৩

চীনের পক্ষ থেকে কার্ল মার্কসের মূর্তি উপহার দেওয়ায় মার্কসের নিজের শহর জার্মানির ট্রিয়ারে বিতর্ক শুরু হয়েছে। কমিউনিস্ট মেনিফেস্টোর যৌথ রচয়িতাদের একজন কার্ল মার্কসের জন্ম শহরের অনেকেই চান না চীনের কাছ থেকে তার মূর্তি উপহার নিতে বা তা শহরে স্থাপন করতে। বার্লিন দেওয়ালের পতনের পর পূর্ব জার্মানির বহু প্রান্ত থেকে মার্কসের মূর্তি ভেঙে ফেলা হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, শনিবার মার্কসের জন্মদ্বিশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মূর্তিটি উন্মোচন করার কথা। বিবিসি লিখেছে, মার্কসের মূর্তি উন্মোচন উপলক্ষে প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করা হয়েছে ট্রিয়ারে। পুলিশ সতর্ক করে দিয়ে বলেছে, মার্কসের সমালোচনা করা যেতে পারে কিন্তু কোনও বিশৃঙ্খলার সহ্য করা হবে না। চীনের দেওয়া কার্ল মার্কসের মূর্তি নিয়ে জার্মানিতে অসন্তোষ

চীনের পক্ষ থেকে ওই ১৮ ফুল লম্বা মূর্তিটি  আরও আগেই দেওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন ব্যক্তি ও সংস্থার প্রতিবাদের মুখে তা পিছিয়ে যায়। মূর্তি স্থাপনের অনুষ্ঠান হলেও মূর্তিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে শনিবার (৫ মে)। চেক রিপাবালিকের সাবেক প্রেসিডেন্ট ভাক্লাভ ক্লাউস বলেছেন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যান ক্লাউড জাংকাররের ওই অনুষ্ঠানে উপস্থিতি প্রমাণ করে ইউ মার্কসবাদী হয়ে যাচ্ছে।

‘ভিক্টিমস অফ কমিউনিজম ককাসের’ সহ-সভাপতি যুক্তরাষ্ট্র কংগ্রেসের ৪. জন সদস্য জ্যাংকারকে চিঠি লিখেছনেছিলেন, তিনি যেন মার্কসের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে না যান। তাতা দাবি করেছিলেন, ওই মূর্তিটি সমাজতান্ত্রিক স্বৈরতন্ত্রের কারণে ভুক্তভোগী হওয়া লাখ লাখ    মানুষের প্রতি করা স্পষ্ট অপমান। তারা আরও লিখেছিলেন, ‘মার্কসবাদী শাসনব্যবস্থা ১০ কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী। এদের মধ্যে ৬ কোটি ৫০ লাখ চীনে, ২ কোটি সোভিয়েত ইউনিয়নে এবং বাকি ২ কোটির মতো মানুষ উত্তর কোরিয়ায় মৃত্যু বরণ করেছে।’

অন্যদিকে পেন সংগঠনের জার্মান শাখার সহ-সভাপতি রাল্ফ নেসমেয়ার চীনা উপহারের বিরোধিতা করে বলেছেন, ‘মার্কস সংবাদমাধ্যমের স্বাধীনতাকে উদার গণতান্ত্রিক সমাজের একটি বৈশিষ্ট্য হিসেবে দেখেছেন। অথচ পরিহাসের বিষয়, চীনে  বহু বছর ধরেই ওই স্বাধীনতা খুবই সীমিত পর্যায়ে রয়েছে।’

প্রতিবেশী লুক্সেমবার্গের জাংকার এসব দাবির বিরোধিতা করে বলেছেন, জার্মান দার্শনিক মার্কস তার মৃত্যুর পরে ঘটা হিংস্রতার জন্য দায়ী হতে পারেন না। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নিজেও মার্কসের মতো বিশ্বাস করেন, ‘অন্ধ ও শর্তহীন পুঁজিবাদ’ যখন মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না তখন তা ‘মহামারি’ হয়ে উঠতে পারে। ট্রিয়ার শহরে মার্কসের মূর্তি স্থাপন তিনি সমর্থন করেন। কারণ মার্কস ইউরোপীয় ইতিহাসের অংশ।

ট্রিয়ার শহরে মার্কসের মূর্তিটি স্থাপন করা হয়েছে শহরের প্রধান আকর্ষণস্থল— একটি রোমান স্থাপনার—পাশে। কেউ কেউ উষ্মা প্রকাশ করেছেন এই বলে যে এতে চীনা পর্যটকের সংখ্যা বেড়ে যাবে। আবার কেউ কেউ চীনা পর্যটকের সংখ্যা বাড়ার বিষয়টিকে কেন্দ্র করেই আশাবাদী হচ্ছেন।

বিবিসিকে ট্রিয়ারের মেয়র বলেছেন, ‘আমরা মূর্তিটিকে বন্ধুত্বের স্মারক হিসেবে গ্রহণ করেছি এবং আশা করি মূর্তিটির উপস্থিতি মানুষকে কার্ল মার্কস সম্পর্কে সহনশীল হতে শেখাবে। হয়তো কিছু মুল্যায়ন এবং পূর্বধারণা পাল্টে যাবে।’

/এএমএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৪ ইউরোপীয় দেশকে সতর্ক করলো ইসরায়েল
হাঙ্গেরিতে রেস কারের ধাক্কায় নিহত ৪
সর্বশেষ খবর
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে