X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার পথে জার্মানি

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৮, ১৮:৩২আপডেট : ০৫ মে ২০১৮, ১৯:১৯

জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেতে সম্ভাবনা বেড়েছে ইউরোপের দেশ জার্মানির। ইসরায়েল প্রার্থিতা প্রত্যাহার করায় পরিষদের অস্থায়ী লাভের পথে আরও একধাপ এগিয়ে গেলো জার্মানি ও বেলজিয়াম।

নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার পথে জার্মানি ইসরায়েলের জাতিসংঘ মিশন শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘সঙ্গী ও ভালো বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলাপ-আলোচনার পর ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদের আবেদন স্থগিত করেছে। এটা সিদ্ধান্ত হয়েছে যে, আমরা আমাদের মিত্রদের সঙ্গে কাজ করবো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় যাতে ইসরায়েলের অংশগ্রহণের এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মতামত দেওয়ার অধিকার থাকে।’

ইসরায়েল সরে যাওয়ায় এখন পশ্চিম ইউরোপ এবং অন্যদের জন্য বরাদ্দ থাকা নিরাপত্তা পরিষদের দুইটি আসনের জন্য প্রার্থী হিসেবে রয়েছে শুধু জার্মানি ও বেলজিয়াম। ফলে এই দুই দেশের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পাওয়ার পথে দৃশ্যত বড় কোনও বাধা থাকলো না।

জাতিসংঘে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ক্রিস্টোফ হয়েসগেন অবশ্য জার্মান বার্তা সংস্থা ডিপিএকে জানিয়েছেন যে, ইসরায়েল যে সদস্যপদের আবেদন প্রত্যাহার করতে পারে সে গুঞ্জন আগে থেকেই ছিল। এখন তারা সরে যাওয়ায় বার্লিনের সদস্যপদ পাওয়ার পথ সহজ হয়েছে। তবে বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি।

কয়েকজন কূটনীতিক অবশ্য জানিয়েছেন, ইসরায়েল বুঝে গিয়েছে যে, জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে অনেকেই দেশটির সদস্যপদের আবেদনের পক্ষে ভোট দেবে না। ফলে জার্মানি এবং বেলজিয়ামের কাছে দেশটির পরাজয় মোটামুটি নিশ্চিত ছিল।

প্রসঙ্গত, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার দায়িত্ব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। এর পাঁচ স্থায়ী সদস্য হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়া। পরিষদের বাকি ১০ অস্থায়ী আসনে জাতিসংঘের সদস্যদের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত বিভিন্ন দেশ দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করে।

জাতিসংঘের এই পরিষদ এমন সিদ্ধান্ত নিতে পারে যা যে কোনও দেশ মানতে আইনগতভাবে বাধ্য। এছাড়া বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা কিংবা শক্তি প্রয়োগের ক্ষমতাও এই পরিষদের রয়েছে। পরিষদের ১০টি অস্থায়ী আসনের পাঁচটি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।

বাকি পাঁচটি আসনের জন্য ভোটাভুটি হলেও সেগুলোর একটি আফ্রিকা, একটি এশিয়া-প্যাসিফিক, একটি ক্যারাবীয় অঞ্চল এবং দুইটি পশ্চিম ইউরোপ ও অন্যদের জন্য বরাদ্দকৃত। অর্থাৎ এই আসনগুলোর সদস্যদের উল্লিখিত অঞ্চল থেকে হতে হবে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে হলে জার্মানি ও বেলজিয়ামকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আয়োজিত ভোটাভুটিতে সদস্য রাষ্ট্রগুলোর দুই তৃতীয়াংশের ভোট পেতে হবে। সূত্র: ডয়চে ভেলে।

/এমপি/
সম্পর্কিত
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
মার্কিন অস্ত্র ইউক্রেনে পার্থক্য গড়ে দেবে: কিয়েভে ব্লিঙ্কেন
ইউক্রেনকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিশ্রুতি দিতে যাচ্ছে ইইউ
সর্বশেষ খবর
আয়ারল্যান্ডে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর-রিজওয়ান
আয়ারল্যান্ডে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর-রিজওয়ান
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল