X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পুতিনের শপথের আগে রাশিয়ায় বিরোধীদলীয় নেতাসহ আটক শতাধিক

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৮, ২০:১২আপডেট : ০৫ মে ২০১৮, ২০:৪৮

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি’কে আবারও আটক করেছে পুলিশ। একইসঙ্গে আটক করা হয়েছে সরকারবিরোধী আরও কয়েকশ অ্যাক্টিভিস্টকে। শনিবার রাজপথের বিক্ষোভ থেকে এ ধরপাকড় চালানো হয়। চতুর্থ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুতিনের শপথগ্রহণকে সামনে রেখে তাদের আটক করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। পুতিনের শপথের আগে রাশিয়ায় বিরোধীদলীয় নেতাসহ আটক শতাধিক


এর আগে পুতিনকে জার আমলের মতো স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা। পুতিনের প্রতি অনাস্থা জানাতে নিজের সমর্থকদের তাই রাস্তায় নেমে আসার আহ্বান জানান নাভালনি।
২০১৮ সালের মার্চে অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পান পুতিন। এর ফলে আরও ছয় বছরের জন্য রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হলেন পুতিন। এ দফায় ২০২৪ সাল পর্যন্ত তিনি রাশিয়ার প্রেসিডেন্ট থাকছেন। সোভিয়েত জামানার জোসেফ স্ট্যালিনের পর তিনিই হবেন রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক। তবে গত মার্চের নির্বাচনে জয় পেলেও পুতিনকে অভিনন্দন জানানো থেকে বিরত থাকে অধিকাংশ পশ্চিমা দেশ। অবশ্য মার্কিন কর্মকর্তাদের পরামর্শ অগ্রাহ্য করে পুতিনকে অভিনন্দন জানিয়ে নিজ দেশে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।
সরকারিভাবে প্রাপ্ত নির্বাচনের ফলাফলে জানানো হয়, পুতিন ৭৬ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছেন।
১৯৯৯ সাল থেকে হয় প্রধানমন্ত্রী আর নয়তো রাষ্ট্রপতি হিসেবে রাশিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন পুতিন। প্রথমে প্রেসিডেন্ট হয়ে পরে আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। কারণ রাশিয়ার সংবিধান অনুযায়ী তার পক্ষে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকা সম্ভব ছিল না। এবার আবারও প্রেসিডেন্ট হয়েছেন রাশিয়ার এই নেতা। এনবিসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০২৪ সালের পরেও ক্ষমতায় থাকতে তিনি সংবিধান সংশোধন করবেন না। চীনের শি জিন পিংয়ের পদাঙ্ক অনুসরণে তার এই অনাগ্রহের কথা উল্লেখিত হয়েছিল মার্চের ১০ তারিখে ক্রেমলিন কর্তৃক প্রকাশিত ওই সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্টে।
এবারের নির্বাচন নিয়ে অবশ্য রাশিয়ার ভেতরে এবং বাইরে বেশকিছু প্রশ্ন রয়ে গেছে। এর প্রতিফলন দেখা যায় শনিবারের এই ধরপাকড়ে। বিরোধী নেতা অ্যালেক্সই নাভালনিকে নির্বাচনের আগেই গ্রেফতার করা হয়। তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। কিছু এলাকার ভোটকেন্দ্রের পাশে বিনামূল্যে খাবার ও বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা গোলোস শতাধিক অনিয়মের কথা জানিয়েছে। তবে নিজের জয় নিয়ে পুতিনের ভাষ্য, ‘জনগণ বিগত বছরগুলোতে অর্জিত সাফল্যের স্বীকৃতি দিয়েছে।’

/এমপি/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী