X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে বিদ্রোহী দমনে নিরাপত্তা অভিযান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নিহত ১০

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৮, ১৯:১৪আপডেট : ০৭ মে ২০১৮, ০০:০০
image

জম্মু-কাশ্মিরে বিদ্রোহী দমনের নামে পরিচালিত ভারতীয় বাহিনীর নিরাপত্তা অভিযানে ৫ জন নিহত হয়েছে। নিহতদেরকে জঙ্গি আখ্যা দিয়েছে কাশ্মির পুলিশ। এদের মধ্যে কাশ্মির বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকও রয়েছেন। নিরাপত্তা অভিযানে ৫ জন নিহত হওয়ার পর ঘটনাস্থলের কাছে বিক্ষোভ করেছে সাধারণ জনতা। সেসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আরও ৫ বেসামরিক নিহত হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সব মিলে রবিবার (৬ মে) কাশ্মিরে ভারতীয় বাহিনীর নিরাপত্তা অভিযানকে কেন্দ্র করে নিহতের সংখ্যা ১০।



ভারতীয় বাহিনীর সদস্য (প্রতীকী ছবি)
কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।

কাশ্মির পুলিশের দাবি, রবিবার (৬ মে) দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় বাডিগাম জৈনপোরায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু হয়। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়লে ৫ জন নিহত হয়। জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক এস পি বৈদ্য নিহতদের জঙ্গি বলে উল্লেখ করেছেন। তিনি এ ব্যাপারে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ এবং জম্মু-কাশ্মির পুলিশ সদস্যদের বাহবাও দেন।

টুইটারে বৈদ্য লিখেছেন: ‘বাডিগাম জৈনপোরা সোপিয়ানে বন্দুকযুদ্ধ শেষ হয়েছে। ৫ জঙ্গির মৃতদেহ উদ্ধার হয়েছে। সাবাশ-সেনাবাহিনী/সিআরপিএফ/জম্মু-কাশ্মির পুলিশ।’



কাশ্মিরের শিক্ষক রাফি ভাট
এ ঘটনার পর উত্তেজিত জনতা বিক্ষোভ শুরু করে। সোপিয়ান, পুলওয়ামাসহ দক্ষিণ কাশ্মিরের অন্যান্য এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫ বেসামরিক নিহত হয়।  

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, যে ৫ জনকে পুলিশ জঙ্গি আখ্যা দিয়েছে তার মধ্যে কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোহাম্মদ রাফি ভাটও রয়েছেন। ভাটের বাড়ি মধ্য কাশ্মিরের গন্দেরবাল জেলার চুন্দিনা এলাকায়। কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চুক্তিভিত্তিক সহকারী অধ্যাপক ছিলেন তিনি। গত শুক্রবার (৪ মে) থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মা জানিয়েছেন, ওইদিনই শেষবার তার সঙ্গে কথা হয়েছিল। শনিবার সকালে তার নিখোঁজ হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানায় তার পরিবার। রাফি ভাট অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার নিখোঁজ হওয়ার কথা জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

/এফইউ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া