X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বন্ধু ও শিক্ষার্থীদের চোখে যেমন ছিলেন কাশ্মিরি শিক্ষক রাফি

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৮, ১৪:৪২আপডেট : ০৭ মে ২০১৮, ১৬:০৯
image

ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হওয়ার দুদিন আগে শুক্রবার (৪ মে) ফেসবুকে একটি কবিতা পোস্ট করেছিলেন কাশ্মির বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রাফি ভাট। বিদায়ী শিক্ষার্থীদের একজন তাকে উৎসর্গ করে কবিতাটি রচনা করেছিলেন। কবিতাটি লেখা হয়েছিল উর্দু ভাষায়। কবিতার কয়েকটি চরণ এ রকম: ধুপ মে ছায়াও সা, ঠান্ডি ঠান্ডি হাওয়াও সা। আপকা হার লাফজো লাগতা হ্যায় ধুয়াও সা (গ্রীষ্মের উত্তাপে ছায়ার মতো, শীতল বাতাসের পরশের মতো; আপনার প্রত্যেকটি শব্দই যেন এক একটি প্রার্থনা)।’ শুক্রবার ফেসবুকে কবিতাটি পোস্ট করতে গিয়ে রাফি লিখেছিলেন: ‘আমার শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া উপহার। তোমাদের ভালোবাসা আর শ্রদ্ধার কথা আমার মনে থাকবে। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক।’

মোহাম্মদ রাফি ভাট
ফেসবুক পোস্টটি দেওয়ার ২৫ মিনিট পর নিখোঁজ হন রাফি। আর দুদিন পর ভারতীয় বাহিনীর নিরাপত্তা অভিযানে নিহত হন তিনি। মানুষ হিসেবে কেমন ছিলেন রাফি? বন্ধু-সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া গেছে সেই বর্ণনা।  

মাস্টার্স ও এমফিল ডিগ্রিধারী রাফি ২০১৭ সালে পিএইচডি শেষ করেন। ডিগ্রি লাভের আগেই কাশ্মির বিশ্ববিদ্যালয়ে তাকে চাকরির প্রস্তাব দেওয়া হয়। এক বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়টিতে পড়াচ্ছিলেন রাফি ভাট। রাফির বন্ধুদের একজন ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি কখনও ভাবিনি রাফি জঙ্গিবাদে যোগ দেবে। সে ভালোভাবে প্রতিষ্ঠিত ছিল এবং বড় চাকরি করতো। তাকে নিয়ে বন্ধু-বান্ধবরা ঈর্ষান্বিত হতো। আমরা এখনও শোক কাটিয়ে উঠতে পারছি না।’

রাফির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে লিখতে শুরু করেন বন্ধুরা। রাফির ফেসবুক ওয়ালে একজন লিখেছেন: ‘তার (রাফি) সঙ্গেকার স্মৃতিগুলো এখনও আমার মনে উঁকি দিচ্ছে। ধর্ম নিয়ে মার্ক্সের দৃষ্টিভঙ্গি নিয়ে তার সঙ্গে আলোচনা হতো। বিশ্ববিদ্যালয়ে তার সঙ্গে ক্রিকেট খেলার স্মৃতিও চোখের সামনে ভাসছে। তার শাহাদাতবরণের মধ্য দিয়ে কাশ্মিরের তরুণদের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।’

এ শিক্ষার্থীরাই প্রিয় শিক্ষক রাফিকে একটি হাতঘড়ি উপহার দিয়েছিলেন। রাফি শিক্ষার্থীদের জানিয়েছিলেন, তিনি হায়দারাবাদে অন্য একটি অ্যাসাইনমেন্টের জন্য বিশ্ববিদ্যালয় ছেড়ে যাচ্ছেন। তবে তার এ যাওয়াই যে শেষ যাওয়া হবে তা ভাবতে পারেননি শিক্ষার্থীরা। কাশ্মির বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মালিক আব্দুল মোমিন। রাফি সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টকে তিনি বলেন, ‘তিনি যতোটা না আমাদের শিক্ষক ছিলেন, তার চেয়ে অনেক বেশি বন্ধু ছিলেন, পথপ্রদর্শক ছিলেন।’

কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান পীরজাদা আমিনও রবিবার রাফির জানাজায় অংশ নেন। তিনি কেবল রাফির সহকর্মীই নন, তার শিক্ষকও। পীরজাদা আমিন ফার্স্ট পোস্টকে বলেন, ‘ও (রাফি) শুধু মেধাবী শিক্ষার্থীই ছিল না, একজন নিবেদিতপ্রাণ শিক্ষকও ছিল।’

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে তার শেষ দুটি লেকচার দিয়েছিলেন রাফি। এর একটি ছিল ভারতীয় সমাজ নিয়ে। আর আরেকটি ছিল পোস্ট-স্ট্রাকচারালিজম নিয়ে। 

/এফইউ/.
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা