X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে জবাবদিহিতার মুখে ফেলতে চায় না চীন

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৮, ১৩:৪৯আপডেট : ১০ মে ২০১৮, ১৩:৫১

 

রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত জাতিগত নিধনযজ্ঞ নিয়ে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দেশটিকে চাপ প্রয়োগ করতে চায় না চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে মিয়ানমারকে তদন্তের জন্য আহ্বান জানানোর প্রস্তুতি চললেও চীন ওই প্রস্তাবে আপত্তি জানিয়েছে। যুক্তরাজ্যের খড়সাকৃত প্রস্তাবটি চীন ছাড়া নিরাপত্তা পরিষদের ১৪টি রাষ্ট্র সম্মতি জানিয়েছে। বিবৃতির প্রস্তাবিত সংশোধনী দেখতে পাওয়ার দাবি করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে জবাবদিহিতার মুখে ফেলতে চায় না চীন

গত বছরের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে। খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয়’ উদাহরণ বলে মন্তব্য করেছে। একই স্বর তুলেছে যুক্তরাষ্ট্রও। তবে এসব অভিযোগ অস্বীকার করছে মিয়ানমার। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও মিয়ানমার সফর করেছেন। সফর শেষে ফিরে যাওয়ার পর তার মিয়ানমারকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানানোর জন্য একটি সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রচেষ্টা শুরু করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদ একটি প্রেস বিবৃতি দেওয়ার জন্য আলোচনার চেষ্টা করছে। যুক্তরাজ্য এরইমধ্যে একটি খসড়াও তৈরি করেছে। যুক্তরাজ্য চাইছে রাখাইনে ‘মানবাধিকার লঙ্ঘন এবং সহিংসতার অভিযোগগুলো নিয়ে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তের’ জন্য নিরাপত্তা পরিষদ মিয়ানমারকে বলুক এবং ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন দিক। তাছাড়া ওই খসড়া বিবৃতিতে যৌন নিপীড়ন, নিপীড়ন এবং শিশুর বিরুদ্ধে সহিংসতায় লিপ্তদের জবাবদিহিতার মুখোমুখি করা নিয়ে মিয়ানমার সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানানো হয়েছে।

রয়টার্স জানায়, মিয়ামারের মিত্র দেশ চীনের এসব আহ্বান জানানোর ব্যাপারে সম্মতি নেই। যুক্তরাজ্যের খসড়াকৃত ওই সংশোধনীর ওপর চীন যেসব প্রস্তাব করেছিল তাতে উপরোক্ত বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদে কোনও প্রস্তাব পাস হতে হলে সব সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। চীন তাদের সংশোধনী প্রস্তাবে ‘রাখাইন রাজ্যের পরিস্থিতি উন্নয়নে মিয়ানমার সরকারের নেওয়া প্রচেষ্টাকে’ স্বাগত জানানোর বিষয়টিও যুক্ত করেছে।

কূটনীতিকরা বলছেন, খসড়া প্রস্তাবটি নিয়ে এখনও আলোচনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিকদের উদ্ধৃত করে রয়টার্স জানায়, সম্প্রতি মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লায়াং নেপিদোতে দুই ঘণ্টার বৈঠক চলাকালে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের বলেছেন, সামরিক অভিযানে দুই হাজারেরও কম সেনা জড়িত ছিল।

কাঠামোগত নিপীড়ন পরিচালনার মাধ্যমে রোহিঙ্গা বিতাড়নের ঘটনাকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ বিবেচনা করে মিয়ানমারকে বিচারের আওতায় আনা যায় কিনা, সে ব্যাপারে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনা চেয়েছেন সেখানকার কৌঁসুলি ফাতাও বেনসুউদা। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য, কিন্তু মিয়ানমার এ আদালতের সদস্য নয়। তবে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মিয়ানমারবিরোধী পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমার সরকার। মানবাধিকার সংগঠনগুলোও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়ে যাচ্ছে যেন মিয়ানমার পরিস্থিতির বিষয়টি আন্তর্জাতিক আদালতে তুলতে পরিষদ প্রস্তাব পাস করে। 

 

 

/এফইউ/এএ/
সম্পর্কিত
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট