X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সু চি- সুষমার বৈঠকের আলোচনায় ‘রোহিঙ্গা’ ইস্যু

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৮, ২২:০০আপডেট : ১১ মে ২০১৮, ২২:০৯

দুইদিনের সফরে মিয়ানমারে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার তিনি দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা ছাড়াও রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে আলোচনা হয়েছে। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে রাখাইন থেকে পালিয়ে আসা মানুষদের ‘রোহিঙ্গা’ বলে আখ্যায়িত করা হয়নি। তাদের আলোচনায় রোহিঙ্গা ইস্যুকে রাখাইন রাজ্যের উন্নয়ন ও বাস্তুচ্যুত মানুষদের ফিরিয়ে আনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিবৃতিতে। মিয়ানমারে সুষমা- সু চি বৈঠক
সুষমা ও সু চির বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও আঞ্চলিক অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আর নিউজ এইটটিনের খবরে বলা হয়েছে, রাখাইন রাজ্যের শান্তি, নিরাপত্তা উন্নয়নের বিষয়েও আলোচনা করেছেন তারা।

গত বছরের ২৫ আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। এই ঘটনায় বিশ্ব সম্প্রদায় মিয়ানমারের সমালোচনায় মুখর হলেও অনেকটা নীরব থেকেছে ভারত। রাখাইনে সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছে দেশটি।

মোদি সরকারের ‘প্রতিবেশীই প্রথম নীতি’র আওতায় দুইদিনের সফরে বৃহস্পতিবার মিয়ানমার পৌঁছান সুষমা। ওই দিনই তিনি দেশটির প্রেসিডেন্ট উ ইউন মিন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

শুক্রবার সু চির সঙ্গে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার টুইট বার্তায় বলেন, প্রতিবেশীই প্রথম! সফরের দ্বিতীয় দিনে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন সুষমা স্বরাজ। আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

সরকারি বিবৃতির বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, বৈঠকে সীমানা ও সীমান্ত বিষয়ক ইস্যু, শান্তি ও নিরাপত্তা, বাস্তুচ্যুত মানুষের ফিরে আসাসহ রাখাইন রাজ্যের উন্নয়ন, মিয়ানমারকে ভারতের উন্নয়ন সহযোগিতা, চলমান প্রকল্পসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

নিউজ এইটটিন জানিয়েছে, শুক্রবার ভারত ও মিয়ানমারের মধ্যে মোট সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে স্থল সীমান্ত অতিক্রম বিষয়ক একটি চুক্তি রয়েছে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি