X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৮, ১৮:৫১আপডেট : ১২ মে ২০১৮, ১৯:০০
image

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের কর্নাটক রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (১২ মে) সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে তা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজ্যের ৩০টি জেলার ৫৮ হাজার ৮টি কেন্দ্রে ভোটগ্রহণের কথা থাকলেও ভোটিং মেশিনের ত্রুটির কারণে হেব্বাল আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে। সেখানে আবারও ভোট হবে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

ভোটার আইডি দেখাচ্ছেন ভোটাররা
ভারতের দক্ষিণের রাজ্য কর্নাটকে লড়াই ত্রিমুখী। জেডিএস ময়দানে থাকলেও মূল যুদ্ধ চলছে ক্ষমতাসীন কংগ্রেস ও বিজেপির মধ্যে। ১৯৮৫ সাল থেকে কোনও দল এ রাজ্যে পরপর ২ বার ক্ষমতা ধরে রাখতে পারেনি। কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া রাহুল গান্ধীর জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ।

কর্নাটকের ২২৪টি আসনের মধ্যে শনিবার ভোটগ্রহণ হয়েছে ২২২ আসনে। জয়নগর আসনে বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে পিছিয়ে গেছে ভোট। আর রাজরাজেশ্বরী নগরে একটি ফ্ল্যাট থেকে ১০ হাজার ভোটার কার্ড বাজেয়াপ্ত করার পর সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ১৫ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পা শনিবার এদিন ভোটপর্বের মধ্যেই টুইট করেন। তিনি দাবি করেন, বিজেপি ২২৪টির মধ্যে অন্তত ১৫০টি আসন পাবে রাজ্যে। বিজেপির জয় সম্পর্কে কোনও সংশয়ই নেই বলেও দাবি তার। প্রভাবশালী এই নেতা বলেন,  ‘ভোট গ্রহণের দিনই আমি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দলীয় সভাপতি অমিত শাহকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে আসব। ১৪৫-১৫০ আসন পেয়ে ১৭ মে সন্ধ্যায় সরকার গড়ছি।’

এ ব্যাপারে প্রতিক্রিয়া চাওয়া হলে বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার জবাব, ‘উনি মানসিক অসুস্থ। নিজের দলের আসন কত হবে, জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেস ১২০-র বেশি আসন পাবে। চূ়ড়ান্ত আধিপত্য ধরে রেখে ক্ষমতায় ফিরবে।’

নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৪ কোটি ৯৮ লাখেরও বেশি। শনিবার বিকেল ৫টা নাগাদ ৬৪ শতাংশ ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে। নির্বাচনে প্রতিনিধি ছিলেন ২৬০০ জন। 

/এফইউ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি