X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘ব্রেক্সিট নিয়ে গণভোটের পর যুক্তরাজ্যে বর্ণবাদ বেড়েছে’

অদিতি খান্না, যুক্তরাজ্য
১২ মে ২০১৮, ২১:০০আপডেট : ১২ মে ২০১৮, ২১:০৬

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট ইস্যুতে গণভোটের পর থেকে দেশটিতে বর্ণবাদ আরও বেড়েছে। ওই ভোটাভুটির পর ক্রমবর্ধমান জাতিগত বৈষম্যের পরিবেশ তৈরি হয়েছে। এমনটাই মনে করেন জাতিসংঘের বর্ণবাদ বিষয়ক বিশেষ দূত অধ্যাপক তেন্দায়ি আচিউম।

‘ব্রেক্সিট নিয়ে গণভোটের পর যুক্তরাজ্যে বর্ণবাদ বেড়েছে’ সম্প্রতি ১২ দিনব্যাপী যুক্তরাজ্য সফর করেন জাতিসংঘের বর্ণবাদ বিষয়ক এই বিশেষ দূত। তিনি জানান, যুক্তরাজ্য সফরে তিনি দেশটিতে সংঘটিত ‘সুস্পষ্ট জাতিগত, নৃতাত্ত্বিক ও ধর্মীয় অসহিষ্ণুতা’র মতো বিষয়গুলো নোট করেছেন। এছাড়া ২০১৬ সালে ব্রেক্সিট ইস্যুতে গণভোটের পর হেট ক্রাইমের মতো ঘটনাও বেড়েছে।

তিনি বলেন, গণভোটের সময় থেকে এমন প্রবণতা বেড়েছে। গণভোটের পর এটি জাতিগত ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের আরও অরক্ষিত করে তুলেছে।

অধ্যাপক তেন্দায়ি আচিউম বলেন, আমি যাদের সঙ্গে কথা বলেছি, তাদের অনেকে শরণার্থীসহ বিদেশীদের সম্পর্কে অহেতুক ভীতির ব্যাপারটিতে জোর দিচ্ছিলেন।

এর আগে গত মার্চে যুক্তরাজ্যে বর্ণবাদ ও ইসলাম-বিদ্বেষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ শনিবার দেশটির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভে বর্ণবাদ, উগ্রপন্থা, ইসলাম-বিদ্বেষ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির নিন্দা জানান বিক্ষোভকারীরা। লন্ডন, কার্ডিফ ও গ্লাসগোর মতো শহরগুলোতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় ‘পানিশ অ্যা মুসলিম ডে’-এর মতো উগ্রবাদী তৎপরতার নিন্দা জানানো হয়। সংহতি জানানো হয় শরণার্থী ও অভিবাসীদের অধিকারের প্রতি। বিক্ষোভকারীরা ‘অভিবাসী ও শরণার্থীদের স্বাগত’, ‘বর্ণবাদী হামলা বন্ধ কর’ প্রভৃতি স্লোগান দেন।

উল্লেখ্য, ইতোপূর্বে ২০১৮ সালের ৩ এপ্রিলকে ‘পানিশ অ্যা মুসলিম ডে’ ঘোষণা করে বিদ্বেষপ্রসূত চিঠি ছাড়া হয়। লন্ডন, ইয়র্কশায়ার ও মিডল্যান্ড এলাকার বাসিন্দারা এ ধরনের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন। অনলাইনে একই ধরনের একটি চিঠি ছড়ানো হয়েছে এ-ফোর সাইজ কাগজের ছবিতে। ছড়িয়ে পড়া চিঠিতে মুসলিম সম্প্রদায়ের ওপর মৌখিক আক্রমণ, নারীর হিজাব খুলে ফেলা, শারীরিক আঘাত, মসজিদে হামলা ও অস্ত্র হিসেবে এসিড ব্যবহারের মাধ্যমে সহিংসতা ঘটানোর আহ্বান জানানো হয়। পয়েন্ট দিয়ে এসব কর্মকাণ্ডের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করে চিঠিতে বলা হয়েছে, সহিংসতায় অংশ নিলে পুরস্কারের ব্যবস্থা থাকবে।

‘ব্রেক্সিট নিয়ে গণভোটের পর যুক্তরাজ্যে বর্ণবাদ বেড়েছে’ অনলাইনে ছড়িয়ে পড়া চিঠিতে পূর্ববর্তী বেশ কিছু মুসলিমবিরোধী বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিবরণ হাজির করা হয়েছে। কেন এসব কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, তার ব্যাখ্যাও জুড়ে দেওয়া হয়েছে এতে। মুসলিম-বিদ্বেষের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে, খোদ ব্রিটিশ পার্লামেন্টে নিজেদের অফিসে এমন চিঠি পেয়েছেন দুই মুসলিম এমপি। উদ্ভূত পরিস্থিতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। গত বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে প্রধানমন্ত্রীর নির্ধারিত সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে কথা বলেন। থেরেসা মে বলেন, মুসলিম এমপিদের কাছে সন্দেহজনক প্যাকেট পাঠানোর যে খবর এসেছে, আমি নিশ্চিত এই অগ্রহণযোগ্য ও ঘৃণ্য আচরণের নিন্দায় পুরো পার্লামেন্ট আমার সঙ্গে যোগ দেবে। ব্রিটিশ সমাজে এসবের কোনও ঠাঁই নেই।

যুক্তরাজ্যের চারজন মুসলিম এমপি ওই চিঠি পেয়েছেন। এরমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত দুই এমপি রুশনারা আলী এবং রুপা হক ওয়েস্টমিনস্টারে নিজেদের পার্লামেন্টারি অফিসে ওই চিঠির প্যাকেটগুলো পান। রুপা হকের একজন স্টাফ ওই চিঠির প্যাকেট খুলেছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনার এক মাসের মাথায় যুক্তরাজ্যে বর্ণবাদ বৃদ্ধি নিয়ে কথা বললেন জাতিসংঘের বিশেষ দূত।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, আমরা লক্ষ্য করছি যে, জাতিসংঘের বিশেষ দূত প্রত্যক্ষ ও পরোক্ষ জাতিগত বৈষম্য মোকাবিলার ব্যাপারে যুক্তরাজ্যের আইন ও নীতির প্রশংসা করেছেন। মিশন শেষে দেওয়া বিবৃতিতে তিনি জাতিগত বৈষম্য সংক্রান্ত নিরীক্ষাকে স্বাগত জানিয়েছেন। এ পদক্ষেপকে তিনি জাতিগত সমতা অর্জনের আনুষ্ঠানিক অঙ্গীকারকে বাস্তবতায় রূপ দেওয়ার অসাধারণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা এক্ষেত্রে অনেক অগ্রগতি সাধন করেছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থান অত্যন্ত স্পষ্ট যে, জাতিগত বৈষম্যের জন্য কোনও যৌক্তিক কারণ থাকতে পারে না।

/এমপি/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!