X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাজিবের স্বজনের বাড়িতে পুলিশি অভিযান

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৮, ২২:৫০আপডেট : ১২ মে ২০১৮, ২৩:৪৬

মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের এক স্বজনের বাড়িতে অভিযান চালানো হয়েছে। পুলিশের পক্ষ থেকেও শনিবার কুয়ালালামপুরের ওই অ্যাপার্টমেন্টে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্পর্শকাতর নথির সন্ধানেই তারা সেখানে গিয়েছেন। কেননা গুরুত্বপূর্ণ এসব নথি দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে। ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

নাজিবের স্বজনের বাড়িতে পুলিশি অভিযান পুলিশ জানিয়েছে, সরকারি গাড়িতে করে বাড়িটিতে কয়েক ডজন বক্স পাঠানো হয়েছে; এমন অভিযোগের পাওয়ার পরই তারা সেখানে তল্লাশির সিদ্ধান্ত নেয়। তবে এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নাজিব রাজাক বা তার পরিবারের কোনও সদস্যের মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে নাজিব রাজাক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার দেশটির অভিবাসন কর্মকর্তারা নাজিবকে এই নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত করেন। ওইদিনই তিনি সপরিবারে বিদেশ যেতে চেয়েছিলেন।

এক টুইটে নাজিব জানিয়েছেন, তাকে অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে যে, তিনি ও তার পরিবারের সদস্যরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।

নাজিব বলেন, আমি এই নির্দেশানকে সম্মান করি এবং পরিবারের সঙ্গে দেশেই থাকবো।

অন্যদিকে চাপের মুখে নিজ দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (উমনো) প্রেসিডেন্ট ও বারিসন ন্যাসিওনাল জোটের চেয়ারম্যানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী। শনিবার রাজধানী কুয়ালালামপুরের মেনারা দাতো এলাকায় দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। নির্বাচনে পরাজয়ের পর থেকেই তার পদত্যাগের দাবিতে দল ও জোট নেতাদের চাপ জোরালো হতে শুরু করে।

গত বুধবারের নির্বাচনে জোটের পরাজয়ের পর এর দায় নিয়ে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, এক সপ্তাহের ছুটি কাটাতে গিয়ে দল ও জোটের শীর্ষ পদে থাকবেন কিনা তা বিবেচনা করে দেখবেন। তবে মালয়েশিয়ার অভিবাসন দফতর তার ও তার স্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর সেই পরিকল্পনা বাতিল করেন তিনি।

নির্বাচনে পরাজয়ের পরই তার ওপর পদত্যাগের চাপ জোরালো করতে থাকেন দলের নেতারা। উমনোর কুয়ালা পিলাহ বিভাগের প্রধান ইসমাইল লাসিম বলেন, সদ্য সমাপ্ত ১৪তম সাধারণ নির্বাচনে আমাদের দলের নেতৃত্বাধীন বারিসন ন্যাসিওনাল (বিএন) জোটের পরাজয়ের পরই তার পদত্যাগ করা উচিত। তিনি বলেন, মানুষ বিএন জোটকে ভোট দেয়নি। কারণ, তারা দলটিকে ঘৃণা করে। এছাড়া ব্যক্তির কারণেও মানুষ এমন সিদ্ধান্ত নিয়েছে। তারা নেতৃত্ব নিয়ে খুশি ছিল না। উমনো জেমপোল বিভাগের প্রধান মো. সেলিম মো. শরীফ বলেন, নির্বাচনের আগেই নাজিবের পদত্যাগ করা উচিত ছিল। উমনোর জেলেবু বিভাগীয় চেয়ারম্যান জালালুদ্দিন ইলিয়াস নির্বাচনে পরাজয়ের পর নাজিব ছাড়াও বিএন স্টেট প্রধান মোহাম্মদ হাসানের পদত্যাগ দাবি করেন।

শনিবারের সংবাদ সম্মেলনে নাজিব জানান, এখন থেকে উমনো দলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ডক্টর আহমাদ জাহিদ হামিদি। হিসামুদ্দিন হোসেন থাকবেন ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্বে। তিনি বলেন, (উমনো) প্রেসিডেন্ট ও বারিসন ন্যাসিওনাল জোটের চেয়ারম্যান হিসেবে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের ফলাফল প্রসঙ্গ তিনি বলেন, যা ঘটেছে তা নিয়ে আমরা মর্মাহত। তবে আমাদের দলের গণতান্ত্রিক মূলনীতির জায়গা থেকে ফলাফল মেনে নিয়েছি।’

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা