X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত অন্তত ৯

বিদেশ ডেস্ক
১৩ মে ২০১৮, ২০:৫১আপডেট : ১৩ মে ২০১৮, ২০:৫৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি প্রাদেশিক সরকারি ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবারের ওই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত অন্তত ৯

আফগানিস্তানের নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাহুল্লাহ খোগিয়ানি বলেন, ভবনটির বাইরে একটি আত্মঘাতি গাড়িবোমা হামলা চালানো হয়েছে। ভবনটি প্রাদেশিক অর্থ পরিচালকের দফতর হিসেবে ব্যবহৃত হয়। বোমা হামলার পর আক্রমণকারীরা নিরাপত্তা কর্মীদের সঙ্গে গোলাগুলি করতে করতে ভবনে প্রবেশ করে।

আত্তাহুল্লাহ আরও বলেন, নিরাপত্তা বাহিনী হামলাকারীদের একজনকে হত্যা করেছে আর পুরো ভবনটি ঘিরে রেখেছে। সেখানে এখনও বন্দুকযুদ্ধ চলছে বলে জানান তিনি। নানগারহার হাসপাতালের মুখপাত্র ইনামুল্লাহ মিয়াখিয়াল বলেন, এ ঘটনায় ৯ জন নিহত  হয়েছেন আর ৩৫ জনের বেশি আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনও পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তালেবান ও স্থানীয় আইএস জঙ্গিরা নানগারহার প্রদেশে অনেক হামলা চালিয়েছে। আফগান তালেবানরা দেশটির বেশ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে গোষ্ঠি দুটি আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েকটি হামলা চালিয়ে অনেক মানুষকে হত্যা করেছে।

গত সোমবার দেশটির একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলা চালিয়ে ১৭ জনকে হত্যা করা হয়। তবে তালেবান বা আইএসের কেউই হামলাটির দায় স্বীকার করেনি। গত ৯ মে তারিখে কাবুলের দুটি থানায় আত্মঘাতি হামলা চালিয়ে ৫ জনকে হত্যা করে আইএস। ওই ঘটনায় আরও ১৬ জন গুরুতর আহত হন।  আগামী অক্টোবর মাসে আফগানিস্তানে বহুল প্রতিক্ষীত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আর সেই নির্বাচনের ভোটার নিবন্ধন কেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

/আরএ/
সম্পর্কিত
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
সীমান্ত শহরে জান্তার হামলা প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
সর্বশেষ খবর
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫