X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গাজায় ইসরায়েলের বিমান হামলা

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৮, ২১:০৪আপডেট : ১৪ মে ২০১৮, ২১:১০

দখলদারিত্ব ও জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদের সোমবার ব্যাপক বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় ফিলিস্তিনের জাতিমুক্তি আন্দোলনের সংগঠনের হামাসের পাঁচটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে বিমান হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ’কে উদ্ধৃত করে এই হামলার কথা নিশ্চিত করা হয়েছে। আইডিএফ দাবি করেছে, গাজায় হামাসের ৫টি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এসব স্থাপনা হামাসের সশস্ত্র সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের সীমান্তের কাছে হামাসের নেতৃত্বে ‘সহিংস কর্মকাণ্ডে’র প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

বিশ্ব জনমতকে উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত অনুযায়ী জেরুজালেমে সোমবার দূতাবাস চালু করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকাল থেকেই গাজায় ইসরায়েলি সীমান্তের কাছে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলায় ইতোমধ্যে ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই হাজার মানুষ।

 সোমবার সকাল থেকে ইসরায়েলি সীমান্তের কাছে প্রায় এক লাখের মতো ফিলিস্তিনি বিক্ষোভ করেন। ওই সময় ফিলিস্তিনি বিক্ষোভকারীরা টায়ার জ্বালালে পুরো এলাকা কালো ধোঁয়ার মেঘে ঢেকে যায়। অনেক বিক্ষোভকারী ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলতি ও পাথর নিক্ষেপ করেন। আর বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করা ছাড়াও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

১৯৪৮ সালের ১৫ মে হাজার হাজার ফিলিস্তিনিকে নিজ বাড়ি-ঘর থেকে উচ্ছেদ করে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ফিলিস্তিনিরা দিনটিকে ‘নাকবা’ বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে থাকে। এবার নাকবা দিবসে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ের দাবি নিয়ে আন্দোলনের নেমেছেন ফিলিস্তিনিরা। গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ বাসিন্দা ওই ঘটনায় বিতাড়িত হয়ে নিজেদের মাতৃভূমি হারিয়েছেন। নাকবা দিবসের আগের দিন জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনিরা।  

/আরএ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ