X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাজায় ‘রক্তগঙ্গা’র জন্য ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’র অভিযোগ

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৮, ১০:০০আপডেট : ১৫ মে ২০১৮, ১০:০৪

নির্বিচারে গুলি করে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ’ ও ‘অত্যাধিক বলপ্রয়োগের’ অভিযোগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনসহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা। সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের দিনে ফিলিস্তিনিদের চলমান ভূমি দিবসের বিক্ষোভে ইসরায়েলি গুলিতে ৫৮ জন নিহত ও আড়াই সহস্রাধিক আহতের ঘটনায় এই অভিযোগ ও নিন্দা জানানো হয়েছে।

গাজায় ‘রক্তগঙ্গা’র জন্য ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’র অভিযোগ

ছয় সপ্তাহব্যাপী গ্রেট রিটার্ন মার্চ খ্যাত এবারের ভূমি দিবসের কর্মসূচিতে সোমবারের আগ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ ফিলিস্তিনি। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে সোমবার সীমান্ত এলাকার ওই বিক্ষোভে অংশ নেন লাখো মুক্তিকামী ফিলিস্তিনি। এদিন নিহত ৫৮ ফিলিস্তিনিকে নিয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বিক্ষোভে হানাদার বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে সাম্প্রতিক ইতিহাসের এ ভয়াবহ হত্যাযজ্ঞ সংঘটিত হয়। 

১৯৪৮ সালের ১৫ মে দখলীকৃত ফিলিস্তিনি ভূমিতে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকে ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। ভূমি দিবসের কর্মসূচির শেষ দিনটিকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে থাকে। 

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সোমবার ফিলিস্তিনিদের ওপর ‘অত্যাধিক বলপ্রয়োগে’র অভিযোগ এনেছে। সংস্থাটি বলেছে, কিছু কিছু ঘটনা দেখে মনে হয়েছে বাহিনীটি ‘ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে যা যুদ্ধাপরাধের শামিল’।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রা’দ আল হুসেইন বলেন, এমন ভয়ানক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। আর যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ সোমবারের ঘটনাকে ‘রক্তগঙ্গা’ হিসেবে বর্ণনা করেছে।

এক আগাম বার্তায় জাতিসংঘের বর্ণবাদী বৈষম্য নির্মূল কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনে নিহত ও আহত অনেকেই কোনও অনিবার্য হুমকি ছিল না তারপরও তাদের গুলি করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সংস্থা গভীরভাবে উদ্বিগ্ন বলে বিবৃতিতে বলা হয়েছে।

গাজায় ‘রক্তগঙ্গা’র জন্য ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’র অভিযোগ

৮ তারিখে লেখা কিন্তু সোমবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রকাশিত বিবৃতিতে ইসরায়েলকে দখলকৃত ফিলিস্তিনি এলাকায় মানবিক আইনকে সম্মান দেখানোর পাশাপাশি গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে, গাজা উপত্যকার ফিলিস্তিনি বিক্ষোভকারীরদের বিরুদ্ধে বাহিনীকে অত্যাধিক ব্যবহার না করতে এবং আবারও হতাহত হওয়ার আশঙ্কা আছে এমন কাজ থেকে বিরত থাকার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া আহত ফিলিস্তিনিদের দ্রুত ও নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নির্বাহী পরিচালক সারাহ লিয়াহ হিটসন বলেন, জীবনের তাৎক্ষণিক হুমকি থাকার পরও বিক্ষোভে ইসরায়েলি কর্তৃপক্ষের নির্বিচারে গুলি করার নীতির ফলে সেখানে ‘রক্তগঙ্গা’ বয়ে গেছে যা কেউ কখনও কল্পনাও করতে পারেনি।

এদিকে গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিস্তিনের পাশাপাশি নিন্দা জানিয়েছে জর্ডান, মিসর, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, লেবানন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ সোমবার ইসরায়েলের বিরুদ্ধে ‘ভয়ানক হত্যাযজ্ঞ’ চালানোর অভিযোগ করেছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, বিক্ষোভকারীদের হত্যা করা এমন অপরাধ যা শুধু সহিংসতাই তৈরি করতে পারে।

গাজায় ‘রক্তগঙ্গা’র জন্য ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’র অভিযোগ

মিসরের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, অধিকার আদায়ের শান্তিপূর্ণ ও ন্যায্য দাবির মিছিলে ইসরায়েলি বাহিনীর শক্তিপ্রদর্শণকে মিসর প্রত্যাখ্যান করছে। মিসর দখলকৃত ফিলিস্তিনে এই বিপদজনক উস্কানির নেতিবাচক পরিণতির বিষয়ে সতর্ক করে দেন।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার ও পরামর্শদাতা সংগঠন দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর) ফিলিস্তিনি নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে। তারা এই ঘটনাকে হত্যাযজ্ঞ বলে বর্ণনা করেছে। 

সিএআইআর’র জাতীয় নির্বাহী পরিচালক ও ফিলিস্তিনি বংশোদ্ভুত নিহাদ আওয়াদ এক বিবৃতিতে বলেন, আমরা শিশু, চিকিৎসাকর্মী ও প্রতিবন্ধীসহ বেসামরিক বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞের নিন্দা জানাই। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেককে নাড়া দিতে চেয়েছেন। সম্ভবত বিশ্ব মিডিয়ায় এই ভয়ংকর হত্যাযজ্ঞের পুরো চিত্র ফুটে উঠেছে। এটা জাতিবিদ্বেষের বিরুদ্ধে সোবিতোর গণজাগরণের মতো করে ন্যায়বিচারের দাবিকে উজ্জীবিত করবে।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বেকির বোজদাগও সোমবারের হত্যাকাণ্ডকে ‘হত্যাযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রকেও দায় নিতে হবে। তিনি বলেন, মার্কিন প্রশাসনের জেরুজালেমে দূতাবাস স্থানান্তর শান্তির সুযোগ ধ্বংস করে দিয়েছে। এটা এমন এক আগুন জ্বালিয়ে দিয়েছে যাতে আরও মানুষ মারা যাবে ও আহত হবে। একই সঙ্গে অঞ্চলটিতে ধ্বংস ও বিপর্যয় ডেকে আনবে।

তুরস্ক দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে বলে রাষ্ট্রীয় রেডিও টিআটি’র খবরে বলা হয়েছে।

গাজায় ‘রক্তগঙ্গা’র জন্য ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’র অভিযোগ

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়  ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। মন্ত্রণালয়টির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য সদস্যের মতো সর্বশেষ প্রাণঘাতি আগ্রাসনে দক্ষিণ আফ্রিকাও বিরক্ত। বিবৃতিতে দেশটি দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের কয়েকটি সদস্য রাষ্ট্র নিয়ে এই হত্যাকাণ্ডের একটি স্বাধীন তদন্তের কথা পুনর্ব্যক্ত করে।

ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক উচ্চ প্রতিনিধি ফেডরিকা মোঘেইরিনি ইসরায়েলকে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ও বাহিনীর শক্তি ব্যবহারের সামঞ্জস্যতা মেনে চলতে আহ্বান জানিয়েছেন।

মোঘেইরিনি বলেন, হামাস ও গাজায় বিক্ষোভের নেতাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা কঠোরভাবে অহিংস থাকবে আর তাদের অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না।  

/আরএ/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম