X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নিহত ৫৮ ফিলিস্তিনির শেষকৃত্যের প্রস্তুতি, স্পষ্ট হচ্ছে বিক্ষোভের আলামত

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৮, ১৯:১৯আপডেট : ১৫ মে ২০১৮, ১৯:২৯
image

সোমবারের ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনির শেষকৃত্যকেই ‘নাকবা’ বা বিপর্যয় দিবসের কর্মসূচির কেন্দ্রে রাখার কথা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠকরা। নাকবা বা বিপর্যয়ের দিন হলেও এদিন ইসরায়েলি সীমান্তে কোনও বিক্ষোভ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে গাজায় আন্দোলনের তৃণমূল সংগঠন খালিদ ব্যাচ। হামাসের পক্ষ থেকেও ইসরায়েলি বাহিনীকে জানানো হয়েছে, এদিন তাদের বিক্ষোভ কর্মসূচিকে সীমিত করে আনা হবে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভূমি দিবসের ৬ সপ্তাহব্যাপী কর্মসূচির শেষদিনটি সহিংস বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আশঙ্কাকে সত্য প্রমাণ করে মঙ্গলবার পশ্চিমতীর, রামাল্লা এবং বেথেলহামে বিক্ষোভের খবর মিলেছে।
নিহত ৫৮ ফিলিস্তিনির শেষকৃত্যের প্রস্তুতি, স্পষ্ট হচ্ছে বিক্ষোভের আলামত

গ্রেট রিটার্ন মার্চ খ্যাত ভূমি দিবসের এবারের কর্মসূচি চলমান থাকা অবস্থায় গতকাল সোমবার ইসরায়েলে মার্কিন দূতাবাস স্থানান্তরের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গাজা উপত্যকা। এদিন গুলি চালিয়ে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংগঠকরা জানিয়েছে, আজ ভূমি দিবসের শেষ দিনে অতীতের ধারাবাহিকতায় জোরালো বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা নেই তাদের। সোমবার জাতিগত মুক্তির আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া ফিলস্তিনিদের শেষকৃত্যকেই প্রাধান্য দেওয়া হবে আজকের কর্মসূচিতে। উল্লেখ্য, ফিলিস্তিনের বিভিন্ন স্থান থেকে পালিয়ে বা বিতাড়িত হয়ে গাজায় অবস্থান নেওয়া ৭ লাখ মানুষের অধিকার আদায়ের জন্য ভূমি দিবসের শেষ দিন ‘নাকবা দিবস’ নামে জোরালো বিক্ষোভ কর্মসূচি পালন করে থাকে ফিলিস্তিনিরা।

গাজার প্রতিরোধ আন্দোলনের একজন তৃণমূলের সংগঠক কমিটি খালিদ ব্যাচের প্রধান বলেন, মঙ্গলবার জানাজা দিন হতে পারে। তিনি জানান, এই দিন ইসরায়েল সীমান্তের দিকে কোনও বিক্ষোভ করার পরিকল্পনা নেই। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তের পাশে বিক্ষোভকারীদের জড়ো হওয়ার জন্য খাটানো কিছু তাবু তুলে নিয়ে যাওয়া হয়েছে।  তবে হামাসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এদিন সীমান্তের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে ইসরায়েলি বাহিনীকে তারা ইঙ্গিত দিয়েছে, শেষকৃত্যকে প্রাধান্য দিতে এদিনের কর্মসূচি সীমিত করে আনছে তারা।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তরফ থেকে বিক্ষোভ সীমিত করার কথা বলা হলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এদিন জোরালো বিক্ষোভের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ভূমি দিবসের শেষদিনের কর্মসূচি এবং গতকালকের বহু হতাহতের ঘটনার কারণে মঙ্গলবারের কর্মসূচি সহিংস হতে পারে। এই আশঙ্কাকে সত্য প্রমাণ করে পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা। পুড়তে থাকা টায়ার থেকে উড়ছে কালো ধোঁয়া। ইসরায়েলিদের লক্ষ্য করে পাথর ছুঁড়ছে ফিলিস্তিনিরা, ইসরায়েলি বাহিনী ছুঁড়ছে টিয়ার গ্যাস। বেথেলহেমে অন্তত ২০০ জন ফিলিস্তিনি আন্দোলন করছেন। আর ফিলিস্তিনের রামাল্লায় জড়ো হয়েছেন আরও ১০০ ফিলিস্তিনি।  

নিজ ভূমিতে অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে প্রাণ হারানো এই ফিলিস্তিনিদের ‘শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হিসেবে চিহ্নিত করেছেন ট্রাম্পের ইসরায়েল-ঘনিষ্ঠ জামাতা জ্যারেড কুশনার। বলেছেন, ‘গত মাস থেকে আজ পর্যন্ত যাদেরকে আমরা বিক্ষোভের নামে সহিংসতা উস্কে দিতে দেখছি, তারা শান্তির পক্ষের মানুষ নন। তারা শান্তির পথে বাধা’। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলি বাহিনীর সোমবারের নির্মম হত্যাযজ্ঞের নিন্দা ও প্রতিবাদ জানালেও বরাবরের মতো যুক্তরাষ্ট্র এজন্য ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাসকেই এজন্য দায়ী করেছে।

/আরএ/বিএ/
সম্পর্কিত
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি