X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনের পক্ষে মার্কিন ইহুদিদের বিক্ষোভ, নিজেদের পরিচয় নিয়ে লজ্জা প্রকাশ

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৮, ১৩:৪৪আপডেট : ১৬ মে ২০১৮, ২০:০৫
image

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন ইহুদিরা। একইসঙ্গে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদ জানিয়েছে তারা। হোয়াইট হাউস ও ক্যাপিটল হিলের সঙ্গে সম্পৃক্ত ওয়াশিংটনের পেনিসেলভানিয়ায় এক বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সহিংসতা বন্ধেরও আহ্বান জানান তারা। ট্রাম্প টাওয়ারের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে মার্কিন ইহুদিরা বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভূমিকায় তারা নিজেদের ইহুদি পরিচয় নিয়ে লজ্জিত।
ফিলিস্তিনের পক্ষে মার্কিন ইহুদিদের বিক্ষোভ,  নিজেদের পরিচয় নিয়ে লজ্জা প্রকাশ

ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। এবারের কর্মসূচির শেষ ২ দিনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে বিক্ষোভ জোরালো হয়ে উঠলে ৬০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। কেবল সোমবারের বিক্ষোভেই ৫৮ ফিলিস্তিনি ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার হয়। আহত হয় ২৭০০ মুক্তিকামী। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইফনটনাউ নামের মার্কিন ইহুদিদের একটি সংগঠন। পশ্চিমতীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বরাবরই তারা সোচ্চার। গত মাসে ইসরায়েলি দখলদারিত্ব ও মার্কিন ভূমিকার প্রতিবাদ জানাতে গিয়ে এই অ্যাকটিভিস্ট গ্রুপের ৩৭ কর্মী আটক হন।

ফিলিস্তিনের পক্ষে মার্কিন ইহুদিদের বিক্ষোভ,  নিজেদের পরিচয় নিয়ে লজ্জা প্রকাশ গত বছরের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের একক রাজধানীর স্বীকৃতি দেন। এরই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদের ঝড় উপেক্ষা করে সোমবার জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করে যুক্তরাষ্ট্র। রয়টার্স বলছে, ঘটনার প্রতিবাদে ১শ ইহুদি ঘটনার প্রতিবাদে ওয়াশিংটনের ট্রাম্প টাওয়ার সংলগ্ন রাস্তা আটকে ২ ঘণ্টা বিক্ষোভ সমাবেশ করে। ‘সহিংসতা বন্ধ করো’, ‘ফিলিস্তিনিদের স্বাধীনতার মধ্যেই ইসরায়েলের ভবিষ্যৎ নিহিত’, ‘আমরা একটি ভালোবাসার বিশ্ব গড়তে চাই’ লেখা টি শার্ট পড়ে বিক্ষোভে অংশ নেয় তারা। তারা দাবি তোলে দখলদারিত্বের দূতাবাসের বিপরীতে একটি স্বাধীনতার দূতাবাস প্রতিষ্ঠার।
ফিলিস্তিনের পক্ষে মার্কিন ইহুদিদের বিক্ষোভ,  নিজেদের পরিচয় নিয়ে লজ্জা প্রকাশ ইসরায়েলের প্রগতিশীল সংবাদমাধ্যম হারেৎস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বিক্ষোভে অংশ নেওয়া মার্কিন ইহুদীরা ফিলিস্তিনিদের ওপর পরিচালিত হত্যাযজ্ঞ ও দূতাবাস স্থানান্তরের সমালোচনা করে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে তারা নিজেদের ইহুদি পরিচয় নিজেই লজ্জিত বোধ করছেন।

ফিলিস্তিনের পক্ষে মার্কিন ইহুদিদের বিক্ষোভ,  নিজেদের পরিচয় নিয়ে লজ্জা প্রকাশ

দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে সোমবার ফিলিস্তিনিদের ‘শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হিসেবে চিহ্নিত করেন ট্রাম্পের ইসরায়েল-ঘনিষ্ঠ জামাতা জ্যারেড কুশনার। বলেন, ‘গত মাস থেকে আজ পর্যন্ত যাদেরকে আমরা বিক্ষোভের নামে সহিংসতা উস্কে দিতে দেখছি, তারা শান্তির পক্ষের মানুষ নন। তারা শান্তির পথে বাধা’। তবে  ইফনটনাউ সংগঠনের পক্ষে  ফিলাডেলফেলিয়ার শিক্ষার্থী সারাহ ব্রামার মঙ্গলবারের বিক্ষোভ প্রসঙ্গে বলেন ‘শান্তি প্রতিষ্ঠার প্রশ্ন ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত’। সংগঠনের মুখপাত্র ইয়োনাহ লিবারম্যান টেলিফোনে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন ‘আমাদের প্রশ্ন হলো, আপনি কোনদিকে থাকছেন’ । আমেরিকান জিউস কমিটির ২০১৭ সালের একটি জরিপকে উদ্ধৃত করে তিনি জানান, মার্কিন ইহুদিদের ৮০ শতাংশই জেরুজালেমে ইসরায়েলি দূতাবাস স্থানান্তরের বিপক্ষে।

/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!