X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হিজবুল্লাহ নেতাদের ওপর যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৮, ০৯:২৪আপডেট : ১৭ মে ২০১৮, ১২:৫১

যুক্তরাষ্ট্র ও আরবের উপসাগরীয় দেশগুলো লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে । বুধবার ইরান সমর্থিত গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মধ্যপ্রাচ্যবিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

হিজবুল্লাহ নেতাদের ওপর যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর নিষেধাজ্ঞা

ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে হিজবুল্লাহ-নেতৃত্বাধীন জোট। মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের অনুগামী সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে এই সংগঠনের অবস্থান। সিরিয়ায় তারা আসাদ সরকারের পক্ষে লড়াই করেছে। গত বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের কথা জানানোর পর  হিজবুল্লাহর নেতা হাসান নাসারাল্লাহ এক ভিডিও বার্তায় হুঁশিয়ার করেন, এবার তারা ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে লড়াইয়ের দিকে নজর ফেরাবেন। সেই নাসারাল্লাহ ও সংগঠনের উপপ্রধান নাইম কাসেমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থবিভাগ জানায়, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে এই নিষেধজ্ঞা জারি করেছে তারা। তারা সবাই টেরোরিস্ট ফিন্যান্সিং অ্যন্ড টার্গেটিং সেন্টারের সদস্য।অর্থবিভাগের মন্ত্রী স্টিভেন নুচিন বলেন, ‘হিজবুল্লাহর সুরা কাউন্সিলকে লক্ষ্যবস্তু করে আমরা তাদের রাজনৈতিক ও সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে পার্থক্য মুছে ফেলতে চাইছি।’ একই কথা বলেছে সৌদি আরবও। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, ‘হিজবুল্লাহ একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন। তাদের নেতারা রাজনীতি ও সন্ত্রাসের মধ্যে পার্থক্য করে না। তাই আমরাও আলাদা করে দেখি না।’ হিজবুল্লাহ চারজন সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব দেশগুলো। তাদের কেউ কেউ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ছিল।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং কাতারি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ নিয়ে আলোচনা করেন। গত বছর হিজবুল্লাহ নাসারাল্লাহ মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে। তিনি বলেছিলেন, ‘মার্কিন প্রশাসন তার সর্বোচ্চ শক্তি দিয়েও আমাদের প্রতিরোধকে থামাতে পারবে না।’

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা