X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়া অজ্ঞ ও অযোগ্য: উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৮, ২০:০৭আপডেট : ১৭ মে ২০১৮, ২০:৪২

উত্তর কোরিয়া পক্ষের প্রধান মধ্যস্থতাকারী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সরকারকে  ‘অজ্ঞ’ ও ‘অযোগ্য’ আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান বার্ষিক সামরিক মহড়ার তীব্র প্রতিবাদ জানিয়ে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা বলেছেন, এমনভাবে চলতে থাকলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব আলোচনা তারা বন্ধ করে দেবেন। মহড়ার প্রসঙ্গ ছাড়াও উত্তর কোরিয়ার পক্ষত্যাগী কূটনীতিককে সংসদে বক্তব্য রাখতে দেওয়ার জন্যও দক্ষিণ কোরিয়ার ওপর ক্ষুব্ধ উত্তর কোরিয়া। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অল্প কিছু সময়ের ব্যবধানে উত্তর কোরিয়ার এমন ভদ্রতারহিত ভাষা ব্যবহার এটাই প্রথম নয়। রি সন গোনে

উত্তর কোরিয়ার ‘কমিটি ফর পিসফুল রিইউনিফিকেশন অফ দ্য কান্ট্রির’ চেয়ারম্যান রি সন গোনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ায় যোগ দেওয়ায় উত্তর কোরিয়ার সমালোচনা করেন। তার ভাষ্য, ‘যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির সন্তোষজনক সমাধান না হলে স্থগিত থাকা দুই কোরিয়ার সংলাপ ভবিষ্যতে চালিয়ে নেওয়া কষ্টকর হয়ে যাবে। দক্ষিণ কোরিয়ার বর্তমান সরকারের সঙ্গে মুখিমুখি বসা আর কখনও সহজ হবে না। রির ভাষ্য, দক্ষিণ কোরিয়ার বর্তমান সরকার স্পষ্টভাবেই বর্তমান পরিস্থিতি অনুধাবনের ক্ষেত্রে অজ্ঞতা ও অযোগ্যতার স্বাক্ষর রেখেছে।

বুধবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, যুক্তরাজ্য যদি ‘একতরফাভাবে’ পরমাণু অস্ত্র ত্যাগের দাবি জানিয়ে যেতে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সিঙ্গাপুরের বৈঠক নাও হতে পারে। জুনের ১২ তারিখে সিঙ্গাপুরে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ঠিক হয়েছিল। রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দক্ষিণ কোরিয়ার যে ভূমিকা পালন করার সুযোগ ছিল, রির এমন মন্তব্যের পর তার সম্ভাবনা অনেকটাই হ্রাস পেয়েছে।

যুক্তরাষ্ট্রে সঙ্গে যৌথ মহড়ার  বিষয়ে অসন্তুষ্টির পাশাপাশি একজন সাবেক কূটনীতিককে নিয়েও ক্ষুব্ধ উত্তর কোরিয়া। যুক্তরাজ্যে নিযুক্ত দেশটির একজন কূটনীতিক ২০১৬ সালে নিজ দেশের পক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ার পক্ষে চলে গিয়েছিলেন।  সোমবার স্মৃতিকথা প্রকাশকে কেন্দ্র করে থায়ে ইয়োং হো নামের ওই কূটনীতিককে দক্ষিণ কোরিয়া দেশটির সংসদে বক্তব্য রাখার সুযোগ দিয়েছে। ‘পাসওয়ার্ড ফরম দ্য থার্ড ফ্লোর’ নামের স্মৃতিকথায় থায়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘ধৈর্য্যহীন, হিতাহিত জ্ঞানহীন এবং হিংস্র’ আখ্যায়িত করেছেন।

/এএমএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী