X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নাজিব রাজাকের মালিকানাধীন স্থাপনা থেকে গহনা ও বৈদেশিক মুদ্রা জব্দ

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৮, ১৪:৪১আপডেট : ১৮ মে ২০১৮, ১৮:২০

মালয়েশিয়ায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মালিকানাধীন বিভিন্ন স্থাপনা থেকে গহনা ও বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন বিলাসবহুল বস্তু জব্দ করা হয়েছে।  পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুরে নাজিবের মালিকানাধীন বাড়ি-অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব মূল্যবান জিনিস জব্দ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

নাজিব রাজাকের মালিকানাধীন স্থাপনা থেকে গহনা ও বৈদেশিক মুদ্রা জব্দ

নাজিবের বিরুদ্ধে অভিযোগ ৭০ কোটি ডলার আত্মসাৎ করেছেন তিনি। তার শাসনামলে মালয়েশীয় কর্তৃপক্ষ তাকে নির্দোষ ঘোষণা করলেও অন্যান্য দেশ তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে বিরোধী জোটও ক্ষমতায় এলে তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনে জয়ী হওয়ার পর ১০ মে শপথ নিয়েই মাহাথিরের নেতৃত্বে বিরোধী জোট ক্ষমতা নিয়েই নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুনঃতদন্তের নির্দেশ দেয়। মাহাথির মনে করেন, পুনরায় তদন্ত হলে আত্মসাৎ হওয়া বিপুল পরিমাণ অর্থ  উদ্ধার করা যাবে। নাজিবের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। শুরু হয় তল্লাশি অভিযান।

পুলিশ কয়েকদিন ধরেই নাজিবের বাসা, অফিস ও অন্যান্য স্থাপনায় অভিযান চালাচ্ছে। একটা সময় নাজিবের বাড়ি থেকে সিন্দুকও সরিয়ে নিয়ে আসে তারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানএমডিবি দুর্নীতি মামলার অংশ হিসেবে তার মালিকানায় থাকা স্থাপনাগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ।

দুর্নীতির অভিযোগই মাহাথির মোহাম্মদের কাছে নাজিবের হেরে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হয়। শুক্রবার দেশটির অপরাধ তদন্ত ইউনিটের প্রধান অমর সিং বলেন, জব্দকৃত বস্তুর মধ্যে ২৮৪টি ডিজাইনার হ্যান্ডব্যাগ সম্বলিত বাক্স আছে। তিনি বলেন, ‘আমাদের সদস্যরা অনেক ব্যাগে মালয়েশীয় রিনজিত, মার্কিন ডলার, ঘড়ি ও জুয়েলারি পান। এমন ৭২টি ব্যাগ জব্দ করা হয়েছে।’ এসব ব্যাগ কী পরিমাণ গহনা আছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

 

/এমএইচ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী