X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৮, ০৯:২৮আপডেট : ১৯ মে ২০১৮, ০৯:৩১

সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে মার্কিন সহায়তা সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। ওই অঞ্চলে আইএসকে সম্পূর্ণ পরাজিত করার পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এই সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার  বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সিরিয়ায় মার্কিন সেনা

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ওই কর্মকর্তা এমন তথ্য জানানোর পর সংবাদটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। আগের বাজেট থেকে কোটি কোটি ডলার ব্যয় কমে যাবে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসবিরোধী লড়াই, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করার কথা ছিল।

মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইদলিব প্রদেশের আশপাশে এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত হবে না। এখানেই সিরীয় বাহিনী সবচেয়ে বড় অংশ নিয়ন্ত্রণে রেখেছে।

পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে মার্কিন সহায়তা বন্ধ করা হচ্ছে। এতে করে অন্যান্য ক্ষেত্রে সহায়তার সুযোগ বৃদ্ধি পাবে।

আরেকজন কর্মকর্তা বলেন, মার্কিন প্রশাসন মনে করে যেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বেশি সেখানেই এই সহায়তা প্রকল্প চালু রাখবে তারা।

পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের দুই হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে। তারা আইএসবিরোধী লড়াইয়ে সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের সঙ্গে কাজ করছে। ৮ বছর ধরে গৃহযুদ্ধ চলা সিরিয়া থেকে সম্প্রতি মার্কিন সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। গত ৩ এপ্রিল হোয়াইট হাউসে বাল্টিক অঞ্চলের তিন দেশের নেতার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এমন ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে মার্চে সিরিয়ায় ২০০ মিলিয়ন ডলারের বাজেট বন্ধ করার প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখনো সেটা প্রক্রিয়াধীন। ট্রাম্প বলেছিলেন, এখন সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত। তবে পরের মাসেই রাসায়নিক হামলাকে সামনে এসে সিরিয়ায় মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র।

তৃতীয় এক মার্কিন কর্মকর্তা জানান, উত্তরপশ্চিমাঞ্চল থেকে সহায়তা বন্ধ করার প্রক্রিয়া এক মাসের বেশি সময় লাগতে পারে।

সিরিয়ায় আট বছরের গৃহযুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানির পাশাপাশি এক কোটিরও বেশি মানুষকে বাস্তচ্যুত হতে হয়েছে। এদের মধ্যে প্রায় ৬ লাখ মানুষ বিদেশে শরণার্থী হতে বাধ্য হয়েছেন। আট বছর যুদ্ধে রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে এখন সিরিয়ার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

/এমএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!