X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-মুন ফোনালাপ: উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৮, ২০:৩৮আপডেট : ২০ মে ২০১৮, ২০:৪৬

রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন উত্তর কোরিয়া প্রসঙ্গে ফোনালাপ করেছেন। বর্তমান পরিস্থিতিতে ‘উত্তর কোরিয়া মুখ ফিরিয়ে রয়েছে’ উল্লেখ করে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য কিম-ট্রাম্প বৈঠকটি যাতে অনিশ্চিত হয়ে না যায় সেজন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উভয়ই পিয়ংইয়ংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে চায়। পক্ষত্যাগী কূটনীতিককে দক্ষিণ কোরিয়ার সংসদে কথা বলতে দেওয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বক্তব্যের সূত্র ধরে ক্ষুব্ধ হয়ে রয়েছে উত্তর কোরিয়া। তারা মনে করে একদিকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়ে দেওয়ার দাবি তোলা আর অন্যদিকে কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া করে যাওয়া এক সঙ্গে চলতে পারে না। উত্তর কোরিয়া ওয়াশিংটন-সিউলের ওই যৌথ মহড়াকে ‘আগ্রাসনের হুমকি’ ও পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রত্যাশাকে ‘একতরফা’ আখ্যা দিয়েছে। ট্রাম্প-মুন ফোনালাপ: উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্য্যালয় থেকে জানানো হয়েছে, প্রায় ২০ মিনিটের ওই আলোচনায় ট্রাম্প ও মুন উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। উত্তর কোরিয়ার পাশাপাশি আসন্ন যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়া সম্মেলনের বিষয়টিও তাদের আলোচনায় স্থান পেয়েছে। আগামী মঙ্গলবারই  মুন জায়ে ইন যুক্তরাষ্ট্র সফরে যাবেন। ওই সম্মেলনের আগেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সংক্ষুব্ধ উত্তর কোরিয়া তা বাতিল করে দিয়েছে।

গত এপ্রিলে দুই কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনকে ঘিরে আশার আলো দেখা গেলেও উত্তর কোরিয়ার আচরণে নাটকীয় পরিবর্তন এসেছে। সর্বশেষ তারা ১২ জন উত্তর কোরীয় নাগরিককে ফেরত চেয়ে পাঠিয়েছে। তাদের ভাষ্য, ওই নারী নারী কর্মীদের ফেরত পাঠানোর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া তাদের সদিচ্ছা প্রমাণ করতে পারে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে রেস্টুরেন্টকর্মী ওই নারীরা চীন থেকে স্বেচ্ছায় দক্ষিণ কোরিয়ায় গিয়েছে। পিয়ংইয়ং অভিযোগ জানিয়ে আসছিল, সিউলের নির্দেশে ওই নারীদের অপহরণ করা হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না