X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে বিবেচিত হবে অর্থনৈতিক লাভ-ক্ষতির হিসাব

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৮, ২১:২৫আপডেট : ২০ মে ২০১৮, ২১:৩৪

স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টারজন জানিয়েছেন, স্বাধীনতার প্রশ্নে তিনি আবার কাজ শুরু করতে পারেন। তবে 'স্কটিশ ন্যাশনাল পার্টির' (এসএনপি) প্রধান স্টারজন তা করবেন শুধুমাত্র ব্রেক্সিট বাস্তবায়নের শর্তগুলো স্পষ্ট হয়ে গেলে। বিবিসি জানিয়েছে, স্বাধীন স্কটল্যান্ডের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক বাস্তবতা ও সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে এসএনপির অর্থনীতি বিষয়ক কমিশন। আগামী শুক্রবার কমিশন প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনে স্বাধীন স্কটল্যান্ডের জন্য পৃথক মুদ্রার প্রস্তাব থাকতে পারে। স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে বিবেচিত হবে অর্থনৈতিক লাভ-ক্ষতির হিসাব

বিবিসি জানিয়েছে, ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিতে রবিবার প্রচারিত অনুষ্ঠানে সঞ্চালক পেস্টন স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য পরবর্তী গণভোটের দিনক্ষণ সম্পর্কে তার কাছে জানতে চান। জবাবে মুখ্যমন্ত্রী স্টারজন বলেছেন, ‘ব্রেক্সিট বাস্তবায়নের শর্তগুলো ঠিক কেমন হয় এবং যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপের ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে যায় তা দেখে হয়তো আগামী শরতেই আবার স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোট দেওয়ার কথা ভাবব। সেই সময় না আসা পর্যন্ত আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। কিন্তু এটা ঠিক যে আগামী কয়েক সপ্তাহর মধ্যে স্কটল্যান্ডের স্বাধীন হওয়ার সুযোগ এবং তা বাস্তবায়নের পথ নিয়ে আবার আলোচনা শুরু হবে।’

বিবিসি লিখেছে এসএনপির ওই অর্থনৈতিক কমিশন গঠন করা হয়েছিল ২০১৬ সালে। এর সভাপতি অ্যান্ড্রু উইলসন। স্বাধীনতা ঘোষণা করলে অর্থনৈতিক দিক দিয়ে কেমন সুবিধা হবে এবং স্বাধীন হওয়ার প্রক্রিয়ায় অর্থনৈতিক লাভ-ক্ষতির তুলনামূলক চিত্র তুলে ধরতে কমিশন কাজ করেছে। সানডে পোস্টের বরাত দিয়ে বিবিসি লিখেছে, ওই প্রতিবেদনে স্বাধীন স্কটল্যান্ডের জন্য পৃথক মুদ্রার প্রস্তাব থাকলেও, প্রাথমিকভাবে স্টার্লিং ব্যবহার করার পরামর্শের কথা থাকতে পারে। পর্যবেক্ষকরা মনে করেন, স্কটল্যান্ড স্বাধীন হয়ে যাওয়ার পরও একই মুদ্রা ব্যবহার করার বিষয়টি যুক্তরাজ্য পুরোপুরি উড়িয়ে দেওয়ার কারণে ২০১৪ সালে অনুষ্ঠিত স্কটল্যান্ডের গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট কম পড়েছিল।

/এএমএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা