X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, ফল প্রত্যাখ্যান বিরোধীদের

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৮, ১৩:৫৭আপডেট : ২১ মে ২০১৮, ১৪:০৩
image

দ্বিতীয় মেয়াদে আরও ছয় বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার স্থানীয় সময় রবিবার (২০ মে) দেশটির জাতীয় নির্বাচন পরিষদ তাকে বিজয়ী ঘোষণা করে। পরিষদের প্রেসিডেন্ট তিবিসায় লুসেনাকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রেসিডেন্ট মাদুরো ৫৮ লাখ ভোট পেয়েছেন। আর তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হেনরি ফ্যালকন পেয়েছেন ১৮ লাখ ভোট। মাদুরো তার বিজয়কে ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে ভোটে অনিয়মের অভিযোগ এনেছে বিরোধী দল। মাদুরোর প্রতিদ্বন্দ্বী ফ্যালকন নতুন নির্বাচনের দাবি তুলেছেন।

নিকোলাস মাদুরো
২০ মে (রবিবার) ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভেনেজুয়েলার জনপ্রিয় দুই বিরোধী নেতাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাধা দেওয়ার পর প্রধান বিরোধী জোট ডেমোক্র্যাটিক ইউনিটি রাউন্ডট্যাবল (এমইউডি) নির্বাচন বর্জন করে। সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের রাজনৈতিক উত্তরাধিকারী মাদুরো বলে থাকেন, তিনি সমাজতন্ত্র ধ্বংস করার ও ওপেকভুক্ত তেল উত্তোলনকারী দেশগুলোর সম্পদ লুট করার সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন। তবে বিরোধীদের দাবি, বামপন্থী এই নেতা ভেনেজুয়েলার এক সময়ের সমৃদ্ধ অর্থনীতি ধ্বংস করেছেন ও নিষ্ঠুরভাবে ভিন্নমত দমন করেছেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবারের নির্বাচনে ২০১৩ সালের তুলনায় ভোটার উপস্থিতিও কম দেখা গেছে। নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পর রবিবার (২০ মে) রাতে কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে মাদুরো বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন! সুন্দর একটি বিজয়ের দিন।’ তিনি আরও বলেন, ‘তারা আমাকে হেয় করে কথা বলেছিল। এর আগে কখনও কোনও প্রেসিডেন্ট প্রার্থী ৬৮ শতাংশ পপুলার ভোট পাননি।’

নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষোভ জানিয়েছেন মাদুরোর অন্যতম প্রতিদ্বন্দ্বী ফ্যালকন। তার অভিযোগ, নির্বাচনে অনিয়ম হয়েছে এবং এর ন্যায্যতার ঘাটতি আছে। স্থানীয় সংবাদমাধ্যমকে ফ্যালকন বলেন, ‘আমরা এ নির্বাচন প্রক্রিয়াকে বৈধ বলে স্বীকৃতি দিচ্ছি না। ভেনেজুয়েলায় নতুন নির্বাচন হতে হবে।’  

বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশগুলোর একটি হলেও গত পাঁচ বছর ধরে অর্থনৈতিক সংকটে রয়েছে ভেনেজুয়েলা। দেশটিতে খাদ্য ও ওষুধের অভাব দেখা দিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে,ব্যাপক মুদ্রাস্ফীতির মধ্যে লুটপাটের মতো ঘটনা ছড়িয়ে পড়ছে। তবে বরাবরই এ সংকটকে সাম্রাজ্যবাদীদের চক্রান্ত বলে দাবি করে আসছে ভেনেজুয়েলা। বরাবরই মাদুরো অভিযোগ করে আসছেন তাকে ক্ষমতাচ্যুত করতে আন্তর্জাতিক চক্রান্তের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

/এফইউ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
সর্বশেষ খবর
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি