X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো গভর্নর পদে মনোনয়ন পেলেন কৃষ্ণাঙ্গ নারী

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৮, ১৩:২৯আপডেট : ২৩ মে ২০১৮, ১৩:৪২
image

প্রথমবারের মতো রাজ্যের গভর্নর পদে লড়ার জন্য এক কৃষ্ণাঙ্গ নারীকে বেছে নিয়েছেন ভোটাররা। জর্জিয়ার গভর্নর নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য মঙ্গলবার (২২ মে) অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে জয় পেয়েছেন স্ট্যাসি আব্রামস নামের ওই নারী। এর মধ্য দিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিতব্য গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জয় পেলে স্ট্যাসি আব্রামস কেবল যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নরই হবেন না, জর্জিয়ার প্রথম নারী গভর্নরও হবেন তিনি।

স্ট্যাসি আব্রামস
যুক্তরাষ্ট্রে বর্তমানে ছয়জন নারী গভর্নর রয়েছেন। এর মধ্যে দুইজন ডেমোক্র্যাট এবং চারজন রিপাবলিকান। তারা আলাবামা, আইওয়া, নিউ মেক্সিকো, ওকলাহোমা, ওরিগন এবং রোড আইল্যান্ডে গভর্নর হিসেবে নিয়োজিত আছেন।   

মঙ্গলবার জর্জিয়ার গভর্নর নির্বাচনের প্রাইমারিতে ৪০ বছর বয়সী স্ট্যাসি ইভান্সকে হারান ৪৪ বছর বয়সী স্ট্যাসি আব্রামস। একসময় জর্জিয়া অঙ্গরাজ্যের হাউস মাইনরিটি লিডার হিসেবে কাজ করেছেন তিনি। ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিনটন এবং বার্নি স্যান্ডার্সের সমর্থন রয়েছে স্ট্যাসি আব্রামসের প্রতি।

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য হাউসের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর হারের কয়েক ঘণ্টার মাথায় জর্জিয়ায় স্ট্যাসি আব্রামসের জয়ের খবর পাওয়া গেলো। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আফ্রিকান আমেরিকান ভোটারদের কাছে টানতে পেরেছেন স্ট্যাসি আব্রামস। সাধারণত ভোট দিতে আগ্রহী হন না এমন ভোটারদের উদ্বুদ্ধ করতেও বিপুল চেষ্টা চালিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্ট্যাসি আব্রামস মিসিসিপি অঙ্গরাজ্যে বড় হয়েছেন। তার আরও ৫ ভাই বোন আছে। কিশোর বয়সে মা-বাবার সঙ্গে জর্জিয়ার আটলান্টায় পাড়ি জমান আব্রামস। টেক্সাস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি এবং ইয়েল ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে ডিগ্রি অর্জন করেছেন তিনি।

২০০৬ সালে প্রথমবারের মতো জর্জিয়া রাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন স্ট্যাসি আব্রামস।

 

/এফইউ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা