X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেখা মিলেছে সৌদি যুবরাজের

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৮, ২০:২৮আপডেট : ২৩ মে ২০১৮, ২০:৩৯

প্রায় একমাস ধরে লোকচক্ষুর আড়ালে থাকার পর প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার সৌদি স্পোর্টস কর্তৃপক্ষ থেকে টুইটারে প্রকাশ করা একটি ছবিতে রাশিয়া বিশ্বকাপগামী ফুটবল দলের সঙ্গে দেখা যায় তাকে। এছাড়া আগের দিন মঙ্গলবার তিনি জেদ্দার আল সালাম প্রাসাদে তিনি সৌদি   অর্থনৈতিক ও উন্নয়ন কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন বলেও জানানো হয়। গত এপ্রিলে রিয়াদে সৌদি বাদশাহর বাসভবনের বাইরে গোলাগুলির ঘটনার পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন সৌদি যুবরাজ। দেখা মিলেছে সৌদি যুবরাজের
গত মাসে রিয়াদের বাদশাহ সালমানের রিয়াদের বাসভবন  আল খোজামা রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির খবর সামনে আসে। তখন থেকেই প্রকাশ্যে দেখা যায়নি সৌদি আরবের বর্তমান যুবরাজ ৩২ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে। তার এই রহস্যজনক অনুপস্থিতির সুযোগে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান  ও রাশিয়ার সংবাদমাধ্যমে তার মৃত্যুর গুজব প্রকাশ করে। এর জবাবে গত সপ্তাহে যুবরাজের কার্যালয় সথেকে তার কয়েকটি ছবি প্রকাশ করে। তবে তখন কবে কোথায় ওই ছবি ছবি তোলা হয়েছিল তা জানানো হয়নি।

সৌদি অর্থনৈতিক ও উন্নয়ন কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন সৌদি যুবরাজ

সৌদি আরবের সংবাদপাত্র আল আরাবিয়ার খবরে বলা হয়েছে মঙ্গলবার জেদ্দার আল সালাম প্রাসাদের সৌদি অর্থনৈতিক ও উন্নয়ন কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন। সৌদি প্রেস এজন্সির খবরে বলা হয় বৈঠকে বেশ কয়েকটি ইস্যুতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছেন তিনি।

বিশ্বকাপগামী জাতীয় দলের সঙ্গে সৌদি যুবরাজ

এর পরদিন সৌদি যুবরাজের একটি ছবি প্রকাশ করে দেশটির স্পোর্টস কর্তৃপক্ষ। ওই ছবিতে তাকে রাশিয়া ফুটবল বিশ্বকাপগামী সৌদি দলের সঙ্গে তাকে দেখা যায়। সৌদি স্পোর্টস কর্তৃপক্ষের চেয়ারম্রান তুর্কি আল শেখ এই ছবিটি টুইট করে লেখেন বিশ্বকাপ মিশন শুরুর আগে সৌদি যুবরাজ জাতীয় দলের খেলোয়াড়দের স্বাগত জানান। আল্লাহর ইচ্ছায় তারা আমাদের আশা পুরণ করবে।

 

/জেজে/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়