X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চীনকে দেওয়া যৌথ মহড়ার আমন্ত্রণ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৮, ০৭:৪৬আপডেট : ২৭ মে ২০১৮, ১৬:১১

দক্ষিণ চীন সাগরে চীনের সামরিকায়নের অভিযোগ তুলে দেশটিকে দেওয়া যৌথ মহড়ার আমন্ত্রণ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। চীন প্রতিক্রিয়ায় বলেছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গঠনমূলক নয়। পেন্টাগনের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল ক্রিস্টোফার লোগানের বরাতে রয়টার্স জানিয়েছে, ওই যৌথ নৌ মহড়াটির নাম ‘রিম অফ দ্য প্যাসিফিক’ (রিমপ্যাক)। রিমপ্যাক বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক নৌ মহড়া। যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে ওই মহড়ায় আগেও চীন অংশ নিয়েছে। দ্বিবার্ষিক মহড়াটির আগামী জুন ও জুলাই মাস জুড়ে অনুষ্ঠিত হওয়ার কথা। চীনকে দেওয়া যৌথ মহড়ার আমন্ত্রণ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

পেন্টাগনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, চীন বিরোধপূর্ণ স্পার্টলি দ্বীপ এলাকায় যে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং বৈদ্যুতিক জ্যামার স্থাপন করেছে তার পক্ষে ‘শক্তিশালী প্রমাণ’ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। দক্ষিণ চীন সাগরে চীনের এমন সামরিকায়ন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয় বলে যৌথ সামরিক মহড়া থেকে চীনের আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছে পেন্টাগন। ওয়াশিংটনে অবস্থিত ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের’ দক্ষিণ চীন সাগর বিষয়ক বিশেষজ্ঞ গ্রেগ পোলিং যুক্তরাষ্ট্রের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ১২ মের স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে, চীন স্পার্টলি দ্বীপের দক্ষিণে অবস্থিত প্যারাসেল দ্বীপপুঞ্জের উডি দ্বীপে ট্রাকে স্থাপিত ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কার্যকর করেছে। রয়টার্স লিখেছে, কিছুদিন আগে নৌ মহড়ার অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপে নিজের বোমারু  বিমান নামিয়েছিল চীন। এতে আশঙ্কা ব্যক্ত করেছিল ভিয়েতনাম ও ফিলিপাইন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াশিংটনে সাংবাদিকদের  বলেছেন, ‘আমরা এই পদক্ষেপকে অগঠনমূলক মনে করি। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র এরকম ঋণাত্মক মনোভাব পরিবর্তন করার কথা ভাববে। দক্ষিণ চীন সাগরে তথাকথিত সামরিকায়নের বিষয়ে যা বলা হচ্ছে, তা নিয়ে আমরা কথা বলেছি। এটা খুব সাধারণ মাত্রার সামরিক ব্যবস্থাপনা এবং সামরিকায়ন বলতে যা বোঝায় তার সঙ্গে এর কোনও তুলনা হয় না।’ দক্ষিণ চীন সাগরে চীনের সামরিকায়নের বিষয়ে ওয়াং ইর মন্তব্য, দক্ষিণ চীন সাগরে সামরিক বিষয়ে চীন যা করেছে  তা নিতান্তই আত্মরক্ষার জন্য করা এবং তা হাওয়াই ও গুয়াম দ্বীপে মার্কিন সামরিকায়নের তুলনায় ‘খুবই লঘু মাত্রার।’

যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া বিষয়ক সাবেক সহকারী প্রতিরক্ষা সচিব আব্রাহাম ডেনমার্ক মন্তব্য করেছেন, ‘আমি মনে করি সম্পর্কটি ক্রমেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার দিকে যাচ্ছে এবং পেন্টাগন মনে করছে, চীনের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখার সুফল দিন দিন কমছে।’

/এএমএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি