X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রুশ সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র দিয়েই ভূপাতিত করা হয় এমএইচ১৭-কে!

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৮, ১৭:০৪আপডেট : ২৪ মে ২০১৮, ১৭:২২
image

২০১৪ সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭-কে ভূপাতিত করতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার সেনাবাহিনীর বলে দাবি করেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার (২৪ মে) তারা দাবি করেন ক্ষেপণাস্ত্রটি রুশ সেনাবাহিনীর ৫৩ অ্যান্টি এয়ারক্রাফট ব্রিগেডের।

মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ (ফাইল ফটো)
২০১৪ সালের ১৭ জুলাই ২৯৮ জন আরোহী নিয়ে আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনে এমএইচ১৭ ফ্লাইটটি ভূপাতিত হয়। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ইউক্রেন সরকার ও দেশটির রুশপন্থী বিদ্রোহীদের মধ্যকার বিবাদপূর্ণ এলাকা। এ ঘটনার জন্য পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীদের দায়ী করে থাকে ইউক্রেন সরকার ও পশ্চিমারা। অন্যদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনের সরকারি বাহিনীই বিমানটি ভূপাতিত করেছে।

বিমানটির যাত্রীদের মধ্যে ১৭টি দেশের নাগরিক ছিলেন। নিহতদের দুই-তৃতীয়াংশই ছিলেন নেদারল্যান্ডসের নাগরিক। সেকারণে এ ঘটনা তদন্তে নেদারল্যান্ডসের নেতৃত্বে একটি যৌথ দল গঠন করা হয়। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, মালয়েশিয়া এবং ইউক্রেনের তদন্তকারীরা ওই যৌথ তদন্ত দলের অন্তর্ভুক্ত হন। তারা জানান, তদন্তের হালনাগাদকৃত তথ্য তারা দেবেন, তবে সন্দেহভাজনদের শনাক্তের কাজ তারা করবেন না।  

২০১৬ সালে তদন্তকারীরা জানিয়েছিলেন, রাশিয়া নির্মিত বাক ক্ষেপণাস্ত্র দিয়েই বিমানটি ভূপাতিত করা হয়েছে। আর বৃহস্পতিবার (২৪ মে) তদন্তকারীরা জানান, ভিডিও চিত্রের বিস্তারিত বিশ্লেষণ করে বোঝা গেছে যে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার সেনাবাহিনীর। ডাচ ন্যাশনাল পুলিশের অপরাধ দমন শাখার প্রধান উইলবার্ট পাউলিসেন বলেন, বাক মিসাইলটি ৫৩ অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ব্রিগেডের, এটি রুশ শহর করুস্কে অবস্থিত। দীর্ঘদিন ধরে চলা তদন্তের মধ্যবর্তী প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে উইলবার্ট আরও বলেন, ‘ক্ষেপণাস্ত্র বহনকারী বহরে থাকা গাড়িগুলো রুশ সশস্ত্র বাহিনীর।’

 

/এফইউ/
সম্পর্কিত
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া