X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে ব্রিটিশ দাতব্য সংস্থার প্রচারণা

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৫ মে ২০১৮, ২০:০৯আপডেট : ২৫ মে ২০১৮, ২০:২৪

ব্রিটিশ প্রিন্স চার্লস প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা দ্য ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সচেতনতা বাড়াতে বিশেষ প্রচারণা শুরু করেছে। রমজান উপলক্ষে বিশেষ এই প্রচারণা শুরু হয়েছে। যুক্তরাজ্য ও দক্ষিণ এশিয়ার বেশ কিছু সংখ্যক সেলিব্রেটি ‘চেঞ্জ মাইন্ডস’ নামের এই প্রচারণায় সমর্থন জানিয়েছেন। এই প্রচারণার মূল লক্ষ্য মিয়ানমারের সহিংসতা থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে ব্রিটিশ দাতব্য সংস্থার প্রচারণা
রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে ২২০টি নিরাপদ স্থান গুড়ে তুলে ১৫ হাজার নারী ও শিশুর কাছে পৌঁছাতে চায় দাতব্য সংস্থাটি। জীবন দক্ষতার প্রশিক্ষণসহ সাড়ে চার হাজার নারী ও কিশোরীকে মানসিক সহায়তায় দিচ্ছে সংস্থাটি। বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের সঙ্গে যৌথভাবে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট ৮০০ নারী ও শিশুকে মানসিক ট্রমা থেকে মুক্তি পাওয়ার জন্য কাউন্সেলিং দিচ্ছে। এছাড়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দাদের মধ্যে নিপীড়ন ও পাচারের ঝুঁকি বিষয়ে সচেতনতা বাড়ানোর কর্মসূচি পালন করছে। ঝুঁকির মুখে থাকা মানুষদের সুরক্ষায় আইন শৃঙ্খলা বিষয়ক সচেতনতা বাড়ানোতেও কাজ করছে তারা।

ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের সিইও রিচার্ড হকস বলেন, দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপের মুখে থাকা রোহিঙ্গাদের জরুরি সহায়তা প্রয়োজন। এসব মানুষদের মানসিক আঘাতের ক্ষতি কোনওভাবেই অবজ্ঞা করা যায় না। পদক্ষেপ নেওয়া ছাড়া এই জনগোষ্ঠীর নারী ও শিশুরা আরও নিপীড়নের ঝুঁকির মুখে রয়েছে। এটা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর আরও ভয়াবহ চাপ ফেলতে পারে। যা এই সংকটকেও ছাপিয়ে যেতে পারে।

হকস জানান, সমর্থকদের সহায়তায় দ্য ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নারী ও শিশুদের আবারও ট্রমার ঝুঁকিতে পড়া থেকে রক্ষা করবে। আগে আক্রান্ত ট্রমা থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। আর ভবিষ্যতে তাদের একটি সুন্দর জীবন গড়ে তুলতে সহায়তা করবে এই সংস্থা।

ব্যাপক আকারের রোহিঙ্গা ঢলকে জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে দ্রুত বাড়তে থাকা শরণার্থী সংকট আখ্যা দিয়েছে। এসব শরণার্থীদের অনেকেই কয়েক সপ্তাহ ধরে পথ চলার পরে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারে অস্থায়ীভাবে নির্মিত ক্যাম্পে আশ্রয় পেয়েছে। বর্তমান শরণার্থী সংকট শুরুর আগেও এই জেলাটি বাংলাদেশের অন্যতম দারিদ্র পীড়িত জেলা বলে বিবেচিত হয়ে এসেছে। আর এখন অপুষ্টি, স্বাস্থ্য ও খাবার নিরাপত্তার অভাব হতাশাজনক পর্যায়ে রয়েছে।

ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট ওই অঞ্চলের নয় লাখ শরণার্থীর জীবনে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে।

হকস বলেন, দক্ষিণ এশিয়ায় মানসিক স্বাস্থ্য সংকটের বিষয়টি খুব কমই নথিভুক্ত হয়। অনেক সময় তা ঠিকভাবে খেয়ালও করা হয় না। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের মাধ্যমে আমরা দরিদ্র ও বঞ্চিত মানুষদের মধ্যে মানসিক স্বাস্থ্য কর্মসূচির উন্নয়ন ঘটাবো। এই সমাজের ট্যাবু হয়ে থাকা মানসিক স্বাস্থ্যের বিষয়ে আমরা সচেতনতা বাড়াবো।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা: নিরাপত্তা পরিষদে নিজের অবস্থান তুলে ধরলো বাংলাদেশ
রোহিঙ্গাদের বাসা ভাড়া দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা
ফেরত যাবেন মিয়ানমারের ১৮০ সেনা, ফিরবেন ১৭০ বাংলাদেশি
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন