X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে দুর্ভিক্ষ এড়াতে খাদ্য পণ্য দ্রুত খালাসের তাগিদ জাতিসংঘের

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৮, ২১:৩০আপডেট : ২৫ মে ২০১৮, ২২:৩৭

ইয়েমেনে প্রায় এক কোটি মানুষকে যাতে দুর্ভিক্ষের কবলে পড়তে না হয় সে জন্য খাদ্য পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি তাদের নিয়ন্ত্রণে থাকা বন্দর দিয়ে আমদানি করা জ্বালানি ও খাদ্য দ্রুত ইয়েমেনে ঢুকতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার জেনেভাতে পড়ে শোনানো এক লিখিত বিবৃতিতে মার্ক লোককের বক্তব্য উদ্ধৃত করা হয়।

ইয়েমেনের বন্দর

তিন বছর ধরে ইয়েমেনে যুদ্ধ চলছে। দেশটির নিয়ন্ত্রণ কার্যত চলে গিয়েছিল ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে। ইয়েমেনকে উদ্ধার করার কথা বলে সৌদি আরব যুদ্ধ জোট গঠন করে এবং ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালায়। ইয়েমেন সরকার তাদেরকে স্বাগত জানালেও সর্বশেষ পরিস্থিতি জানাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটর ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার প্রকাশ করেছিল। ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আল মিসরি অভিযোগ করে বলেছিলেন, সৌদি জোটের সদস্য আরব আমিরাতের অনুমতি ছাড়া ইয়েমেনের সরকারি কর্মকর্তারা বন্দর নগরী এডেনে না প্রবেশ করতে পারছেন আর না সেখান থেকে বের হতে পারছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার ক্ষমতা চরমভাবে খর্বিত হচ্ছে। পরিস্থিতি এমন যে ইয়েমেনের দখল হয়ে যাওয়ার বিষয়ে শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি। উল্লেখ্য, আরব আমিরাত সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ জোটের সদস্য এবং সৌদি বাহিনীর সঙ্গে শুধু তারাই মাঠ পর্যায়ে কাজ করছে।

মার্ক লোককের ভাষ্য, ‘লোহিত সাগর এলাকার বন্দর দিয়ে আমদানি করা খাদ্য পণ্য ইয়েমেনে ঢুকতে দেরি হওয়া দেখে আমি বিশেষভাবে চিন্তিত। সৌদি জোটের সহায়তায় বন্দর দিয়ে বাণিজ্যিক খাদ্য, তেল ও মানবিক সহায়তা সরবরাহে গতি আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
রয়টার্স লিখেছে, গত বেশ কয়েক সপ্তাহ ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বন্দর দিয়ে আমদানি পণ্য ঢুকতে দিচ্ছে না। তাদের বক্তব্য, হুথিদের অস্ত্র আমদানি ঠেকাতে তারা ওই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক চাপে বন্দর অবরোধ তুলে নেওয়া হলেও এখনও পণ্য খালাস স্বাভাবিক গতি পায়নি। এদিকে আমদানি করা খাদ্য পণ্য ইয়েমেনে ঢুকতে দেরি হওয়ায় দেশটির খাদ্য পরিস্থিতি ক্রমেই বিপর্যয়ের মুখে পড়ছে। দেশটি তার ৯০ শতাংশ খাবার বাইরে থেকে আমদানি করে থাকে।ইয়েমেনে সহায়তা পাঠানোতে গতি আনার লক্ষ্যে গত মাসে জাতিসংঘ নিজেই জাহাজ পরিদর্শনের কাজ শুরু করে। তারপরও সৌদি জোট  নিজস্ব কর্তৃত্বে জাহাজ পরিদর্শন করতে থাকায় পণ্য খালাস প্রক্রিয়া ধীর গতির হয়ে পড়েছে। এতে বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারীরাও অসন্তুষ্ট।

অপরদিকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে মানবিক সহায়তা কার্যক্রমও সীমিত করে দিয়েছে হুথি বিদ্রোহীরা। লোকক বলেছেন সেকারণে পশ্চিম উপকূলীয় এলাকা ও তায়েজ শহরে কাজ করা কঠিন হয়ে পড়েছে।গত তিন বছরের ইয়েমেন যুদ্ধে নিহত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে আরও প্রায় ৩০ লাখ। বড় ধরণের কলেরা মহামারির আশঙ্কাতেও রয়েছে দেশটি।

/জেজে/এএমএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!