X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আকস্মিক বৈঠকে দুই কোরিয়ার শীর্ষ নেতারা

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৮, ২০:০৮আপডেট : ২৬ মে ২০১৮, ২০:৪৩

আকস্মিক বৈঠকে মিলিত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। শনিবার তারা দুই দেশের সীমান্তবর্তী বেসামরিক এলাকায় মিলিত হন। দুই নেতার মধ্যে এটি সাম্প্রতিক সময়ে দ্বিতীয় বৈঠক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

কিম জং উন এবং মুন জায়ে ইন প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠকের সম্ভাবনা পুনরুজ্জীবিত করাই ছিল এ বৈঠকের লক্ষ্য।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে কিম-মুন বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সময় শনিবার বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে যুদ্ধবিরতি গ্রাম পানমুনজোমের উত্তরাংশে দুই নেতা মিলিত হয়েছেন। এ সময় তারা উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শীর্ষ বৈঠক সফল করার ব্যাপারে আলোচনা করেন। রবিবার সকালে এই বৈঠকের ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের কাছে লেখা হোয়াইট হাউসের এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়। চিঠিতে ট্রাম্প বলেছেন, তিনি কিমের বৈঠকে খুবই আগ্রহী। কিন্তু এই বৈঠকের জন্য এখন উপযুক্ত সময় নয়। কোনও এক সময় তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনায় বসবেন।

ট্রাম্প বলেন, ‘আপনার সঙ্গে বৈঠকের জন্য আমি খুবই উন্মুখ ছিলাম। দুঃখজনকভাবে, ভয়ানক ক্ষোভ এবং প্রকাশ্য শত্রুতা উপর ভিত্তি করে দেওয়া আপনার অতি সাম্প্রতিক বিবৃতির প্রেক্ষিতে আমি মনে করি এটা বৈঠকের যথার্থ সময় নয়।’

জবাবে উত্তর কোরিয়া ট্রাম্পের সিদ্ধান্তকেই ‘দুঃখজনক’ আখ্যা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেছেন, এ ঘটনা জেনে তিনি ‘হতভম্ব।’

এ ঘটনায় কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা ও অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট লিখেছে, ট্রাম্পের ওই সিদ্ধান্ত এসেছিল উত্তর কোরীয় কর্মকর্তার উচ্চবাচ্যের ১২ ঘণ্টা পার হতে না হতেই। উত্তর কোরিয়ার একজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন। তিনি পেন্সকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘সম্মেলনের আগে যুক্তরাষ্ট্র যদি তার কথা বলার ভঙ্গিতে নমনীয় না হয় তাহলে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করে শক্তি প্রদর্শন করবে’। এরপরই সম্মেলন বাতিল করার কথা জানিয়ে পাঠানো চিঠিতে ট্রাম্প কিমকে লিখেছেন, ‘আপনি আপনার পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলতে ভালোবাসেন। কিন্তু আমাদের পারমাণবিক অস্ত্র মজুত এত বিশাল ও ভয়ঙ্কর যে আমি প্রার্থনা করি ঈশ্বর যেন সেগুলো ব্যবহার করার মতো পরিস্থিতিতে না ফেলেন।’ সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা