X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বন্দির মুক্তি সত্ত্বেও ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৮, ১০:০৩আপডেট : ২৭ মে ২০১৮, ১০:১৩

নিজেদের দেশে কারাবন্দি মার্কিন নাগরিক জসুয়া হল্ট ও তার স্ত্রীকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। তা সত্ত্বেও তাদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তবে ভেনেজুয়েলার তরফ থেকে বলা হয়েছে এই দম্পত্তির মুক্তি দুই দেশের আলোচনায় উন্নতি হওয়ার ইঙ্গিতবাহী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রে ফিরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন জসুয়া হল্ট

মার্কিন অঙ্গরাজ্য উটাহর বাসিন্দা হল্ট সাবেক মরমন মিশনারি। ২০১‌৬ সালে জুনে ভেনেজুয়েলান বান্ধবী থামি ক্যান্ডেলোকে বিয়ে করতে কারাকাস যান তিনি। বিয়ের পর যুক্তরাষ্ট্রে ফেরার পরিকল্পনা ছিল তাদের। মার্কিন ভিসার অপেক্ষায় থাকার সময়ে নিজেদের বাড়ি থেকে অস্ত্র গোপনের অভিযোগে আটক হন তারা। দুই বছর ধরে কারাবন্দি ছিলেন তারা। তাদের মুক্তির বিষয়ে মধ্যস্ততা করেন মার্কিন সিনেটর বব করকার। শনিবার মুক্তির পর যুক্তরাষ্ট্রে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন জসুয়া।

এই সাক্ষাতের পর মাইক পেন্স এক টুইট বার্তায় লেখেন, জসুয়া হল্ট পরিবারের কাছে বাড়ি ফিরে আসায় আনন্দিত। ভেনেজুয়েলায় গণতন্ত্র না ফেরা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ল্যাতিন আমেরিকায় ২১ শতকের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে একদিন বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল বিপ্লবী হুগো চ্যাভেজের ভেনেজুয়েলা।  তিনি প্রয়াত হওয়ার পর উত্তরসূরী নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলায় গত পাঁচ বছর ধরে চলছে অর্থনৈতিক সংকট। উচ্চ মুদ্রাস্ফিতীর পাশাপাশি খাবার আর  ওষুধের তীব্র সংকট চলছে। গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদের বয়কটের মুখে মাত্র ৪৮ শতাংশ ভোটার ভোট দেয়। দেশের ইতিহাসে সবচেয় কম ভোটার উপস্থিতির এই নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পাওয়ার দাবি করেছেন মাদুরো। তবে ফলাফল প্রত্যাখান করেছেন ওয়াশিংটন।

নির্বাচনের ফলাফলের পর বৃহস্পতিবার ভেনেজুয়েলায় নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত টড রবিনসনসহ দুই কূটনীতিককে বহিষ্কার করা হয়। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র থেকেও ভেনেজুয়েলার কূটনীতিকদের বহিষ্কার করা হয়। এর মধ্যেই শুক্রবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে কথা বলেন মার্কিন সিনেটর বব করকার। ওই আলোচনার জেরে শনিবার হল্ট দম্পত্তির মুক্তির পর তাদের সঙ্গে নিজের একটি ছবি টুইটারে শেয়ার করেন তিনি। বলেন, আমরা বাড়ির পথে।

মাদুরোর এক মুখপাত্র বলেছেন, এই দম্পত্তির মুক্তি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সঙ্গে আলোচনায় উন্নতি হওয়ার ইঙ্গিতবাহী।

যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছিল ওয়াশিংটনের নিষেধাজ্ঞার নীতি পরিবর্তনে হল্টকে ব্যবহার করছিল ভেনেজুয়েলা। তবে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান বব করকারের সঙ্গে কোন ধরনের আলোচনার পর হল্টকে মুক্তি দেওয়া হয়েছে তা জানায়নি ভেনেজুয়েলা। তবে তাদের মুক্তিকে ভেনেজুয়েলার জনগণের জন্য ভালো খবর বলে মন্তব্য করেছে তারা।

 

/জেজে/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০