X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পিছিয়ে গেল আরব অঞ্চলের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৮, ১৮:১৮আপডেট : ২৮ মে ২০১৮, ০১:৩৯

সংযুক্ত আরব আমিরাতে নির্মিতব্য আরব অঞ্চলের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পিছিয়ে গেছে। শনিবার কেন্দ্রটির পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালের শেষ দিকে অথবা ২০২০ সালের শুরুর দিকে বিদ্যুৎ উৎপাদন আরম্ভ হতে পারে। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, প্রায় এক যুগের মধ্যে আরব আমিরাতই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করা প্রথম দেশ হতে যাচ্ছে।  বাংলাদেশ, তুরস্ক এবং সৌদি আরবও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ করছে। ‘ওয়ার্ল্ড নিউক্লিয়ার এসোসিয়েশনের’ হিসেব মতে, বিশ্বের ২০টি দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। পিছিয়ে গেল আরব অঞ্চলের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ২ হাজার ৪৪০ কোটি ডলারের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে বিশ্ব জুড়ে নির্মাণাধীন থাকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বড়। আর এটিই আরব অঞ্চলের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ‘বারাকাহ নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্ট’ নির্মাণ করা হয়েছে আবু ধাবির আল ধাফরাহ এলাকায়। পারমাণবিক চুল্লিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘নাওয়াহ এনার্জি কোম্পানি’ বলেছে, পরিবর্তিত সময়ে পারমাণবিক চুল্লি চালু করার বিষয়ে নিরীক্ষা করেছে তারা। তাদের বিবৃতির ভাষ্য, ‘নিরীক্ষা প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে, ২০১৯ সালের শেষ অথবা ২০২০ সালের শুরুতে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি বারাকাহ ইউনিট-১ নামের চুল্লিতে সরবরাহ করা সম্ভব হবে।’

বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ৪টি চুল্লি নির্মাণ করেছে ‘কোরিয়া ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন’ (কেপকো)। গত বছর থেকে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। প্রকল্প বাস্তবায়নে কেপকোর সঙ্গে কাজ করছে ‘এমিরেটস নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন’ (এনেক)।

/এএমএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা