X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মালির ‘স্পাইডারম্যান’কে ম্যাক্রোঁর ধন্যবাদ, ফ্রান্সের নাগরিকত্ব প্রদানের ঘোষণা

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৮, ১৭:৩০আপডেট : ২৮ মে ২০১৮, ১৭:৪০
image

প্যারিসে ভবনের দেয়াল বেয়ে উপরে উঠে পাঁচতলার ব্যালকনিতে ঝুলন্ত এক শিশুকে উদ্ধারকারী সেই তরুণকে ধন্যবাদ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মামুদো গাসসামা নামের মালির ওই অভিবাসীকে ফরাসি নাগরিকত্ব প্রদান করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (২৮ মে) গাসসামা ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে সাড়া দিয়ে এলিসি প্রাসাদে তার সঙ্গে দেখা করতে গেলে ম্যাক্রোঁ তার সাহসিকতার প্রশংসা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাসসামাকে একজন স্বেচ্ছাসেবী দমকলকর্মী হিসেবে ভূমিকা পালনেরও সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ম্যাক্রোঁ।

ম্যাক্রোঁর সঙ্গে গাসসামার সাক্ষাৎ
গত ২৬ মে প্যারিসের উত্তরাঞ্চলের একটি ভবনের পাঁচতলায় ঝুলতে থাকা চার বছর বয়সী এক শিশুকে সাহসিকতার সঙ্গে উদ্ধার করে চমক তৈরি করেন গাসসামা। ওই উদ্ধারের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পঞ্চমতলার বারান্দায় একটি শিশু ঝুলে আছে। তাকে উদ্ধার করতে নিচ থেকে ২২ বছর বয়সী গাসসামা খালি হাতেই ভবনের এক ব্যালকনি থেকে আরেক ব্যালকনি বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছেন। ততক্ষণে পঞ্চমতলার পাশের একটি ব্যালকনি থেকে শিশুটিকে ধরে রাখার চেষ্টা করতে থাকেন এক ব্যক্তি। অল্প সময়ের মধ্যেই গাসসামা শিশুটির কাছে পৌঁছে যান এবং ব্যালকনির দেয়ালে বসে শিশুটিকে ডান হাত দিয়ে টেনে উদ্ধার করেন।    

সোমবার (২৮ মে) গাসসামাকে এলিসি প্রাসাদে আমন্ত্রণ জানান ম্যাক্রোঁ। এদিন সকালে গাসসামা ম্যাক্রোঁর সঙ্গে দেখা করেন। সেসময় গাসসামাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান ফরাসি প্রেসিডেন্ট। জানান, মালি থেকে আসা অভিবাসী গাসসামার ফরাসি নাগরিকত্বের আবেদন অনুমোদন করা হবে। স্বেচ্ছাসেবী দমকলকর্মী হিসেবে ফায়ার সার্ভিসে কাজ করারও সুযোগ দেওয়া হবে তাকে।

গত বছর ভূমধ্যসাগর দিয়ে ঝুঁকি নিয়ে নৌকায় করে ইউরোপে পাড়ি জমান গাসসামা। ইতালি হয়ে  ফ্রান্সে পৌঁছান তিনি। ম্যাক্রোঁকে গাসসামা বলেন, ‘আমার চিন্তা করার সময়ই ছিল না, আমি রাস্তা দিয়ে দৌড়ালাম এবং তাকে বাঁচালাম। আমি শুধু উপরে উঠছিলাম আর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছিলাম, ঈশ্বর আমাদেরকে বাঁচালেন। আমি যত বেশি করে উপরে উঠছিলাম ততো বেশি করে আরও উপরে ওঠার সাহস পাচ্ছিলাম। ব্যাস, এটুকুই।’  

গাসসামা জানান, উদ্ধারের পর শিশুটি কাঁদছিলো, পায়ে ব্যথাও পেয়েছে সে।

ভবনের দেয়াল বেয়ে শিশুটিকে উদ্ধার করেন গাসসামা
এমন সাহসিকতার জন্য তুমুল প্রশংসা পেয়েছেন গাসসামা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, গাসসামার সাহসী কর্মকাণ্ডের প্রশংসা করে একটি টুইট করেছেন প্যারিসের মেয়র আন্নে হিদালগো। ব্যক্তিগতভাবে তাকে ফোন করে ধন্যবাদও জানিয়েছেন তিনি। গাসসামাকে ‘এইটিনথ-এর স্পাইডারম্যান’ বলে উল্লেখ করেছেন হিদালগো। প্যারিসের যে জেলায় ঘটনাটি ঘটেছে তা ‘এইটিনথ’ নামে পরিচিত।

গাসসামা সম্পর্কে প্যারিসের মেয়র বলেন, ‘গাসসামা আমাকে জানিয়েছেন তিনি এখানে জীবন গড়ার স্বপ্ন নিয়ে কয়েক মাস আগে মালি থেকে এসেছেন। আমি তাকে বলেছি,তার সাহসী কর্মকাণ্ড সকল নাগরিকের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ফ্রান্সে স্থায়ী হওয়ার প্রচেষ্টায় তাকে অবশ্যই সহায়তা দেবে প্যারিস।’

প্যারিস কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে,ঘটনার সময় শিশুটির মা-বাবা বাড়িতে ছিলেন না। সূত্রকে উদ্ধৃত করে গার্ডিয়ান জানায়,শিশুটিকে কেন বাড়িতে একা রেখে গেলো তা নিয়ে তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সে সময় শিশুর মা প্যারিসে ছিলেন না।  

/এফইউ/
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!