X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তাইওয়ান প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৮, ১৪:০০আপডেট : ০৫ জুন ২০১৮, ১৪:০৮

তাইওয়ান প্রণালীতে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্র বিবেচনা করছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের এমন উস্কানিতে চীন তীব্র প্রতিক্রিয়া জানাবে বলে মনে করা হচ্ছে। চীনের সঙ্গে বাণিজ্য বিতর্ক  ও উত্তর কোরিয়ার পরমাণু সংকট চলার মধ্যেই এমন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ  খবর জানিয়েছে।

বিমানবাহী মার্কিন যুদ্ধজাহাজ

স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের চারদিকে সামরিক অবস্থান জোরদার করে রেখেছে চীন। তারা দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে থাকে। তবে তাইওয়ান নিজেদের স্বাধীনতায় বিশ্বাস করে থাকে। তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন যুদ্ধাজাহাজ যাত্রা করলে তাকে তাইওয়ানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের নতুন প্রমাণ হিসেবেই দেখা হবে।

মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, তাইওয়ান প্রণালী দিয়ে বছরে একবার বিমানবাহী যুদ্ধজাহাজ নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা ভেবেছিল যুক্তরাষ্ট্র। এতে চীন বিক্ষুব্ধ হবে ধারণা থেকেই তা বাস্তবায়ন করা যায়নি। সর্বশেষ ২০০৭ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে তাইওয়ান প্রণালী দিয়ে বিমানবাহী যুদ্ধজাহাজ নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক কর্মকর্তারা মনে করেন, আরেকবার সেখানে যুদ্ধবিমান নিয়ে যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে।  আরেকটি কম উস্কানিমূলক বিকল্প হলো গত বছরের জুলাই মাসের মতো করে আবারও মার্কিন নৌবাহিনীর জাহাজ নিয়ে প্রণালীটি অতিক্রম করা।

পেন্টাগনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মন্তব্য করেতে অস্বীকার করা হয়েছে। তাই আসলে কতদিন পর তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানো হবে তা পরিষ্কার নয়।

নির্বাচনে জয়লাভের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথা ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন। তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি তাইওয়ান নিয়ে নরম সুরে কথা বলছেন। উত্তর কোরিয়ার পরমাণু সংকট সমাধানের জন্যও চীনকে সহযোগতিার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীন তাদের বড় ধরনের বাণিজ্য বিতর্কের সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে। তাই ঠিক এই মুহুর্তে তারা তাইওয়ান প্রণালীতে জাহাজ পাঠাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

চীন তার সামরিক মহড়ার মাধ্যমে তাইওয়ানকে সতর্ক করে দিয়েছে। তারা দ্বীপটির ওপর দিয়ে বোমারু বিমান ও সামরিক বিমান চালানোর পাশাপাশি সরু তাইওয়ান প্রণালি দিয়ে যুদ্ধজাহাজও চালিয়ে নিয়ে গেছে। চীনের এমন কর্মকাণ্ড সম্পর্কে যুক্তরাষ্ট্রের ধারণা হলো, চীন সেখানে উত্তেজনা বাড়াচ্ছে।  

তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও সেখানে নতুন আমেরিকান ইনস্টিটিউট খোলার জন্য আগামী ১২ জুন মার্কিন শীর্ষ কর্মকর্তারা দেশটিতে যাবেন বলে ঠিক হয়ে আছে। ইনস্টিটিউটটি  তাইপেতে কার্যত মার্কিন দূতাবাস হিসেবে ব্যবহৃত হবে।  মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছে, ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ১২ তারিখের বৈঠকের কারণে ওই অনুষ্ঠানের উদ্বোধনের বিষয়টি সাংঘর্ষিক হয়ে গেছে। তবে আগামী সেপ্টেম্বরে ইনস্টিটিউটটি উদ্বোধনের আরেকটি সুযোগ পাওয়া যাবে।

দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প তাইওয়ানের কাছে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেন। শীর্ষ মার্কিন কর্মকর্তাদের তাইওয়ান সফরে রাজি হওয়ায় মাধ্যমে তিনি চীনকে বিক্ষুব্ধ করে তোলেন। তাইওয়ানের কট্টর সমর্থক জন বোল্টনকেও নিজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। 

/আরএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া