X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-কিম বৈঠক ১২ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায়

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৮, ১৬:০৫আপডেট : ১২ জুন ২০১৮, ১১:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের আসন্ন সম্মেলনকে সামনে রেখে সবকিছু ঠিকঠাক এগোচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। আগামী ১২ জুন সিঙ্গাপুরে এই দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা। হোয়াইট হাউস কর্মকর্তারা জানান, ওইদিন মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) নেতারা দেখা করবেন। তবে পারমাণবিক পরীক্ষা বন্ধ না করলে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র।

উত্তর কোরীয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে উত্তর কোরিয়া। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়াসহ ট্রাম্প-কিম বৈঠকের ব্যাপারেও অনিশ্চয়তা সৃষ্টির কথা বলা হয়। ২৪ মে উনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। একদিন পর ২৫ মে ট্রাম্প ১২ জুন তারিখেই সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠক হতে পারে বলে নতুন করে ইঙ্গিত দেন। ২৭ মে সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন জানান, উত্তর কোরিয়ার নেতা কিম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করার ব্যাপারে সম্মত হয়েছেন।

বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও কয়েকজন বিশেষজ্ঞের দাবি, কোরীয় যুদ্ধের অবসানও এই আলোচনার মধ্য দিয়েই হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনের মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও খুব বেশি তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এখনও জানা যায়নি সিঙ্গাপুরের কোন শহরে তারা বৈঠক করবেন। তবে সোমবার হোয়াইট হাউস মুখপাত্র সারাহ স্যান্ডার্স বৈঠকের সময়সূচি জানিয়েছেন। বলেছেন, ‘আমি আপনাদের সময়সূচিও জানিয়ে দিতে পারি। ১২ জুন স্থানীয় সময় সকাল ৯টায় প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে।

গত সপ্তাহে এক সিনিয়র উত্তর কোরীয় কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, তিনি আর ‘নিষেধাজ্ঞা’ শব্দটি ব্যবহার করতে চান না। কারণ, উত্তর কোরিয়া এখন সহযোগিতামূলক আচরণ করছে। তিনি বলেন, নতুন কোনও নিষেধাজ্ঞার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র। তবে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা থাকবে কি না সে বিষয়ে জানতে চাইলে সোমবার সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের বলেন, তারা এখনও আগের অবস্থানেই আছেন। তিনি বলেন, ‘আমরা নিষেধাজ্ঞা বহাল রেখেছি। আর নিরস্ত্রীকরণের আগ পর্যন্ত আমরা এই নিষেধাজ্ঞা বহাল রাখবো।’

/এমএইচ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি