X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ইফতার আয়োজনে দাওয়াত পাননি মার্কিন মুসলিমরা!

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৮, ২০:১৭আপডেট : ০৭ জুন ২০১৮, ২০:৪৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় বছরে হোয়াইট হাউসে প্রথমবারের মতো ইফতারির আয়োজন করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ৬ জুন ২০১৮ বুধবার এই ইফতারির আয়োজন করা হয়। তবে এতে দাওয়াত পাননি খোদ মার্কিন মুসলিমরা। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোও আমন্ত্রণ পাননি। আর দাওয়াত না পেয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ‘আমেরিকান মুসলিমস ফর ট্রাম্প’-এর প্রতিষ্ঠাতা সাজিদ তারার।

ট্রাম্পের ইফতার আয়োজনে দাওয়াত পাননি মার্কিন মুসলিমরা!

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি জানিয়েছে, তারা ট্রাম্পের ইফতারে একজনও মার্কিন মুসলিমের উপস্থিতির ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। এমনকি ডেমোক্র্যাটিক পার্টি সমর্থিত প্রতিনিধি পরিষদের দুই মুসলিম সদস্য কেইথ এলিসন এবং অ্যান্ড্রে কার্সনও এই ইফতার অনুষ্ঠানে দাওয়াত পাননি। ইউনিভার্সিটি অব নটর ডেম-এর ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ইব্রাহিম মুসা এ ঘটনাকে অদ্ভুত বলে আখ্যায়িত করেছেন।

হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অবশ্য মার্কিন প্রেসিডেন্টদের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এ ইফতার আয়োজন বাতিল করেন ট্রাম্প। আগের প্রেসিডেন্টদের মধ্যে বিল ক্লিনটন, জর্জ বুশ ও বারাক ওবামার আমলে এই আয়োজন হয়ে আসলেও ট্রাম্প তা বাতিলের ফলে সমালোচনা তৈরি হয়। নানা সমালোচনার পর এবার অপেক্ষাকৃত ক্ষুদ্র পরিসরে আয়োজন থাকলেও তা ছিল মূলত কিছু মুসলিম দেশের কূটনীতিকদের মধ্যে সীমাবদ্ধ।

পুরো আয়োজনে ৫০ জনের মতো অতিথি ছিলেন। সংযুক্ত আরব আমিরাত, মিসর, তিউনিসিয়া, কাতার, বাহরাইন, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, কুয়েত, গাম্বিয়া, ইথিওপিয়া, ইরাক ও বসনিয়ার প্রতিনিধিরা ট্রাম্পের ইফতারে অংশ নেন। এছাড়া ইহুদি ধর্মাবলম্বী ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনারও ইফতার আয়োজনে অংশ নেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে কর্মরত কূটনীতিকদের সম্মানে এই ইফতারির আয়োজন করা হয়েছে।

ট্রাম্পের মুসলিম বিদ্বেষ অবশ্য নতুন নয়। নির্বাচনি প্রচারণার সময় তিনি মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেন তিনি। সেই ধারাবাহিকতায় গত বছর দীর্ঘদিনের রীতি ভেঙে ইফতার আয়োজন বাতিল করেন ট্রাম্প। অবশ্য ২০১৭ সালের মার্চে বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মন্তব্য করেন, ট্রাম্প মুসলিমদের সত্যিকারের বন্ধু। ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধাবোধ রয়েছে। মুসলিম বিশ্বের সঙ্গে কাজ করার ব্যাপারে অভূতপূর্ব আগ্রহ রয়েছে। তার অভিবাসন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু ইসলাম-এমনটা বিশ্বাসযোগ্য নয়। বরং একটি স্বাধীন দেশ হিসেবে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

৬ ডিসেম্বর ২০১৭ তারিখে ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে আবারও মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের জন্ম দেন ট্রাম্প। তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম দেশগুলোতে রাজপথে নামেন বিপুল সংখ্যক মানুষ। সূত্র: সিবিসি, আল জাজিরা।

/এমপি/চেক-এমওএফ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী