X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিবাহিত পুরুষদের পাদ্রি করার প্রস্তাব, নারীদেরও দেওয়া হতে পারে কর্তৃত্ব

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৮, ২২:৪১আপডেট : ০৮ জুন ২০১৮, ২২:৪২

আমাজন অঞ্চলের ক্যাথলিক খ্রিস্টান বিশপদের নিয়ে অনুষ্ঠিতব্য সম্মেলনে বিবাহিত হওয়া সত্ত্বেও  বয়স্ক সাধারণ পুরুষদের পাদ্রির দায়িত্ব ও নারীদের ধর্ম সংক্রান্ত কিছু মাত্রার কর্তৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। শুক্রবার প্রকাশিত এ সংক্রান্ত প্রস্তুতিমূলক নথিটিতে উল্লেখ করা হয়েছে, আমাজন অঞ্চলে পাদ্রির সংকট মোকাবেলায় শীর্ষ ধর্মীয় নেতাদের এমন ‘দুঃসাহসী প্রস্তাব’ গ্রহণ করতে হতে পারে। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, নথিটি প্রকাশিত হয়েছে ২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিতব্য সিনড সম্মেলন উপলক্ষে।  খ্রিষ্টধর্মীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও আমাজন অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিতব্য সম্মেলনটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা। বিবাহিত পুরুষদের পাদ্রি করার প্রস্তাব, নারীদেরও দেওয়া হতে পারে কর্তৃত্ব

শুক্রবারের নথিটিতে বলা হয়েছে, প্রায় ৭৫ লাখ বর্গকিলোমিটার আয়তনের আমাজন অঞ্চলে খ্রিস্টান ধর্মীয় পাদ্রির সংকট অত্যন্ত বেশি। তাই ওই অঞ্চলের ‘রূঢ় বাস্তবতার কথা মাথায় রেখে’ ক্যাথলিক চার্চের উচিত ‘সুবিবেচনাপ্রসূত’ সিদ্ধান্ত নেওয়া। বিশাল এলাকা এবং বৈচিত্র্য অনেক বেশি হওয়ায় আমাজন বেসিন অঞ্চলে চার্চের  প্রসার অনেক কম বলেও উল্লেখ করা হয়েছে ওই নথিতে। আমাজন বেসিন অঞ্চলে ৯টি দেশ রয়েছে। অনুষ্ঠিতব্য সিনড সম্মেলনে অংশগ্রহণকারীরা ‘ভিরি প্রোবাতি’ নিয়ে আলোচনা করবেন। ল্যাটিন ভাষায় ‘ভিরি প্রোবাতি’ মানে ‘প্রশ্নাতীত চারিত্রিক সততা সম্পন্ন ব্যক্তি!’ সম্মেলনে এমন ব্যক্তিকে পাদ্রি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা হবে। স্থানীয় সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য এমন বয়স্ক পুরুষ মানুষ, যাদের পরিবারের সদস্যরা স্বনির্ভর, তাদেরকেই পাদ্রি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য বিবেচনা করা হবে।

পোপ ফ্রান্সিসও গত বছর জার্মান সংবাদমাধ্যমকে মাধ্যকে বলেছিলেন, বিছিন্ন সম্প্রদায়গুলোতে তিনি  বিবাহিত বয়স্ক সাধারণ পুরুষদের পাদ্রি হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবছেন। তবে সকল বিবাহিত পুরুষের জন্য পাদ্রি হওয়ার সুযোগ উন্মুক্ত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন তিনি। তার ভাষ্য, ক্যাথলিক খ্রিস্টান ধর্মে যে কৌমার্যকে প্রশংসার দৃষ্টিতে দেখা হয়, তাকে লঘু করে দেখা সম্ভব নয়। কৌমার্য এমন একটি গুণ যার বলে একজন পাদ্রি ঈশ্বরের প্রতি তার জীবন উৎসর্গ করতে পারেন। কয়েকজন ক্যাথলিক বিশ্লেষক ‘ভিরি প্রোবাতিকে’ গ্রহণযোগ্য সমাধান মনে করেন। তাদের ধারণা, আমাজন এলাকা দিয়ে শুরু হলেও এক সময় পাদ্রি সংকট মোকাবেলায় বিশ্বের অন্যান্য স্থানেও বিবাহিত পুরুষদের পাদ্রির দায়িত্ব দেওয়া লাগতে পারে। সিনডের প্রস্তুতিমূলক নথিটিতে নারীদের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘আমাজনীয় চার্চে নারীরা যে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে তার প্রেক্ষিতে চার্চের কি ধরণের কর্তৃত্ব আনুষ্ঠানিকভাবে নারীদের হাতে দেওয়া যায় সে বিষয়টি নিয়েও চিন্তা করা দরকার।’

/এএমএ/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা