X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জি-সেভেন সম্মেলনে কর ও বাণিজ্য বাধা তুলে দেওয়ার প্রস্তাব ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১০ জুন ২০১৮, ০২:৪৮আপডেট : ১০ জুন ২০১৮, ০২:৫৩

 

শিল্পোন্নত দেশগুলোর মধ্যে বাণিজ্য পার্থক্য দূর করার জন্য কানাডায় জি-সেভেন সম্মেলনের আলোচনায় কর তুলে দেওয়ার প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর তার কর আরোপের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা থাকা সত্বেও ট্রাম্প বলেন, সহযোগী নেতাদের সঙ্গে এই আলোচনা ‘চরম ফলপ্রসু’ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মিত্ররা ট্রাম্পের এই কর আরোপের সিদ্ধান্তে ক্ষিপ্ত হওয়ায় বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। ট্রাম্পের কর তুলে দেওয়ার প্রস্তাবের ব্যাপারে জি-সেভেন নেতৃবৃন্দ এখনও কোনও মন্তব্য করেননি। তবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গলা মের্কেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে মনে হয়েছে, জি-সেভেন নেতৃবৃন্দের মধ্যে একটি উত্তেজনাকর বৈঠক চলছিল।

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার জন্য তিনি জি-সেভেন সম্মেলন শেষ হওয়ার আগেই কানাডা ত্যাগ করেন। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ত্যাগ করতে রাজি করানোর জন্য তিনি মঙ্গলবার কিমের সঙ্গে বৈঠক করবেন।

কানাডার কুইবেক রাজ্যের লা মালবায়ে শহর ত্যাগ করার আগে সাংবাদিকদের সামনে জি-সেভেন সম্মেলনে কোনও ধরনের বিরোধের বিষয়টি অস্বীকার করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘কোনও কর নয়, কোনও বাধাও নয়। এটা পথ হওয়া উচিত। আর কোনও ভর্তুকিও নয়। এমনকি আমি এও বলেছি, ‘কোনও কর নয়’।’’

‘ন্যায্য ও পারস্পারিক বাণিজ্যের প্রয়োজনের’ জন্য জি-সেভেন নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে সুবিধা নিয়ে আসছে’। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে  লোভী ব্যাংক হিসেবে অভিহিত করে বলেন, সবাইকে একে ডাকাতি করে যাচ্ছে। ট্রাম্প বলেন, অন্যায্য বাণিজ্য চুক্তির জন্য তিনি জি-সেভেন নেতৃবৃন্দকে দোষারোপ করেননি। বরং তিনি তার মার্কিন পূর্বসুরীদেরই দোষারোপ করেছেন।

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের উচ্চ হারে কর আরোপের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা এর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। ট্রাম্প এ ধরনের উদ্যোগকে ‘ভুল’ উল্লেখ করে সতর্ক করে দেন। তিনি বলেন, যদি এটা বাণিজ্য যুদ্ধে রূপ নেয় তাহলে যুক্তরাষ্ট্র ‘ হাজারবারের মধ্যে হাজারবারই তা জিতবে’।

বাণিজ্য নিয়ে বিভক্তি স্পষ্ট হলেও শনিবার সম্মেলন শেষ হওয়ার পর জি-সেভেনের পক্ষ থেকে কোনও যৌথ বিবৃতি প্রকাশ করা হবে কিনা সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়।

/আরএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!