X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জি সেভেন সম্মেলন: বাণিজ্য-সমঝোতা করেই মত পাল্টালেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ জুন ২০১৮, ১১:১৪আপডেট : ১০ জুন ২০১৮, ১৪:২৬
image

বিশ্বনেতাদের মধ্যে মতৈক্যের সেতুবন্ধন রচিত না হয়েই শেষ হলো এবারের জি সেভেন সম্মেলন। সম্মেলনে বাণিজ্য শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার বিরোধ চরমে পৌঁছায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন থেকে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্ক আরোপের সিদ্ধান্তের জবাবে এ হুঁশিয়ারি দেওয়া হয়। জবাবে কানাডাকে ‘অসৎ’ উল্লেখ করে সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি সেভেন সম্মেলনে সাত দেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক বাণিজ্য নিয়ে সমঝোতা হলেও শেষ মুহূর্তে সেখান থেকে সরে আসেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্সের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

জি সেভেন সম্মেলন শেষ করে কানাডা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন ট্রম্প
কানাডায় অনুষ্ঠিত এবারের জি সেভেন সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সুবিধাভিত্তিক বাণিজ্য নিয়ে মতৈক্য গড়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছিলো। দুইদিন ধরে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি ও কানাডার নেতাদের মধ্যে তুমুল তর্ক-বিতর্কের পর শনিবার সমঝোতা হয়। এদিন পারস্পরিক সুবিধাভিত্তিক বাণিজ্যের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে আট পৃষ্ঠার যৌথ বিবৃতি ঘোষণা করে সাত দেশ। সংরক্ষণবাদ নীতি মোকাবিলা এবং বাণিজ্য বাধা দূর করার ব্যাপারে বিবৃতিতে অঙ্গীকার করা হয়। ট্রাম্পও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন। তবে শেষ পর্যন্ত আর সেতুবন্ধন রচনা করা গেলো না। সম্মেলন শেষ হতে না হতেই ওই বিবৃতি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। তার দাবি, অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর ‘বিপুল শুল্ক’ আরোপ করছে।

জি সেভেন সম্মেলন শেষ হওয়ার পর একটি সংবাদ সম্মেলন করেন ট্রুডো। সম্মেলনে তিনি বলেন, স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের কারণ হিসেবে ট্রাম্প যে নিজ দেশের নিরাপত্তাজনিত উদ্বেগের যুক্তি দেখিয়েছেন তা ‘অপমানজনক’। ট্রুডো বলেন, ‘এটা আফসোসের বিষয়। তবে করতে হবে। আমরা ১ জুলাই থেকে স্পষ্ট ও দৃঢ়ভাবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছি।’

রয়টার্স জানায়, শনিবার আগাম কানাডা ছাড়েন ট্রাম্প। ১২ জুন উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে নির্ধারিত বৈঠক করতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি। সিঙ্গাপুর যাওয়ার পথেই একটি টুইট করে জি সেভেনের সমঝোতামূলক বিবৃতি থেকে সরে আসার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।।

ট্রাম্প ও ট্রুডো
টুইটারে ট্রাম্প লিখেছেন, অটো মোবাইলের ওপর শুল্ক আরোপের জন্য তার দেশের কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন। তাদেরকে জি সেভেনের যৌথ বিবৃতি অনুসরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ‘সংবাদ সম্মেলনে দেওয়া মিথ্যা বক্তব্যকে’ কেন্দ্র করে এ ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানান ট্রাম্প। তার অভিযোগ, কানাডা যুক্তরাষ্ট্রের কৃষক, শ্রমিক ও কোম্পানিগুলোর ওপর বিপুল শুল্ক আরোপ করছে। ট্রুডোকে ‘অসৎ ও দুর্বল’ বলে উল্লেখ করেন তিনি।

টুইটারে ট্রাম্প লিখেছেন, "কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জি সেভেন সম্মেলনে নম্র-ভদ্র আচরণ করেছেন। আমি সেখান থেকে চলে আসার পর যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন ‘যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ অপমানজনক’ এবং তাকে ‘দমিয়ে রাখা যাবে না’। খুব অসৎ ও দুর্বল। ডেইরি খাতে তার আরোপিত ২৭০ শতাংশ শুল্কের জবাবেই আমাদের শুল্ক।’"

/এফইউ/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…