X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

স্ত্রী-সন্তানের কাছ থেকে পৃথক করে ফেলায় যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীর আত্মহত্যা

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৮, ০৮:২৮আপডেট : ১১ জুন ২০১৮, ১১:০১
image

টেক্সাস জেলে আটক হন্ডুরাসের একজন অভিবাসন প্রত্যাশী গত মে মাসে আত্মহত্যা করেছেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। কর্তৃপক্ষের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি যাতে নিজের ক্ষতি করতে না পারেন সেজন্য তাকে নিরাপত্তা ক্যামেরাযুক্ত প্রকোষ্ঠে রাখা হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান যুক্তরাষ্ট্রের স্টার কাউন্টির শেরিফ অফিসের বরাত দিয়ে লিখেছে, আত্মহত্যাকারী ব্যক্তির নাম মার্কো অ্যান্তোনিয়ো মুনোজ। সংঘাতপ্রবণ হয়ে ওঠার অভিযোগে তাকে কারাগারে পাঠানোর কথা বলা হয়েছে। অথচ তাকে তার স্ত্রী ও সন্তানের কাছ থেকে পৃথক করে ফেলা হয়েছিল। আর সেজন্যই তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। স্ত্রী-সন্তানের কাছ থেকে পৃথক করে ফেলায় যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীর আত্মহত্যা

মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসীদের যে দলটি মধ্য আমেরিকা থেকে কয়েক মাসের যাত্রা শেষে টেক্সাস সীমান্তে উপস্থিত হয়েছিল, তাদের অনেকের জীবনেই বিভীষিকা হয়ে উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত। মার্কিন সরকার অনুমোদনহীন অভিবাসীদের তাদের পরিবারের কাছ থেকে আলাদা করে ফেলছে। অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হচ্ছে আর তদের সন্তানদের নিয়ে যাওয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প কন্যা ইভানকাও। নিজের সন্তানের সঙ্গে তোলা ছবি প্রকাশ করার পর প্রশ্ন উঠেছিল, ইভানকা কি অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে তাদের সন্তানদের পৃথক করে ফেলার সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলতে পারেন না?

‘কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন’ ও শেরিফ অফিসের প্রতিবেদনে মুনোজের আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি; কেন তিনি এতটা উত্তেজিত হয়ে গিয়েছিলেন সে বিষয়েও পাওয়া যায়নি কোনও সূত্র। সেখানে বলা হয়েছে, মুনোজের মানসিক স্বাস্থ্যও ভালো ছিল এবং তিনি আত্মহত্যা করতে পারেন এমন কোনও লক্ষণ উপস্থিত ছিল না। কিন্তু মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সীমান্তরক্ষী জানিয়েছেন, মুনোজ তার স্ত্রী ও তিন বছর বয়সী শিশু পুত্রকে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। অভিবাসন অফিসের পক্ষ থেকে যখন তাকে জানানো হয়েছিল, তাকে তার পরিবারের কাছ থেকে আলাদা রাখা হবে, তখনই তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন। নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্রে দেখা গেছে, মুনোজ তার সোয়েটারকে ব্যবহার করে গলায় ফাঁস নিয়েছিলেন।

/এএমএ/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা