X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শর্বরী আহমেদকে আক্রমণ করে কেন ট্রল করছে ভারতীয়রা?

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
১২ জুন ২০১৮, ১৬:৫৭আপডেট : ১২ জুন ২০১৮, ২০:২০
image

সম্প্রতি ভারতীয় জাতীয়তাবাদীদের ক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখক শর্বরী জোহরা আহমেদ। এক সপ্তাহ ধরে তার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে একের পর এক টুইট করা হচ্ছে।

শর্বরী আহমেদ-১
ক্ষোভের সূত্রপাত গত জুনে প্রচারিত বিখ্যাত মার্কিন ক্রাইম ড্রামা কোয়ান্টিকোর একটি পর্বকে ঘিরে। সেখানে ভারতীয় জাতীয়তাবাদীদেরকে সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয়েছে। আর শর্বরী আহমেদ কোয়ান্টিকোর লেখক দলে থাকায়, তার বিরুদ্ধে ক্ষোভ জানানো হচ্ছে। শর্বরীর দাবি, ওই স্ক্রিপ্ট নিয়ে তার কিছু করার ছিল না।  

শর্বরী জোহরা আহমেদের দাবি, তিনি কেবল কোয়ান্টিকোর প্রথম সিজনের লেখক দলে ছিলেন এবং  মাত্র দুইটি পর্বের ক্ষেত্রে তিনি সরাসরি স্ক্রিপ্ট তৈরির কাজে জড়িত ছিলেন। এর মধ্যে একটি স্বাধীনভাবে লেখা হয়েছে, আরেকটি সহ-লেখকের সহযোগিতা নিয়ে লেখা হয়েছে। বর্তমানে কোয়ান্টিকোর তৃতীয় সিজন চলছে। গত ১ জুন প্রচারিত একটি পর্ব নিয়েই ক্ষোভ জানিয়েছেন হিন্দু জাতীয়তাবাদীরা।

গত সাতদিনে তাকে নিয়ে অবিরত টুইট করেছে হিন্দু জাতীয়তাবাদীরা। দেওয়া হয়েছে ধর্ষণ ও নিপীড়নের হুমকি। শর্বরীর বিরুদ্ধে তাদের অভিযোগ, এ লেখিকা ‘শান্তিপ্রিয় হিন্দুদের’ বিরুদ্ধে চালানো ইসলামি প্রচারণার সঙ্গে যুক্ত আছেন। নিজের টাইমলাইনে এ নিয়ে বার বার ব্যাখ্যা দেওয়ার পরও রেহাই মেলেনি শর্বরীর।

টুইটারে শর্বরীকে নিয়ে করা একটি মন্তব্য এরকম— ‘কোয়ান্টিকোতে ভারতীয়দেরকে একটি হামলার মূল হোতা হিসেবে দেখানোর মতো বিচার-বিবেচনাহীন ফ্যান্টাসি নিয়ে আপনি কি ব্যাখ্যা দিতে পারবেন? এটা পক্ষপাত, বিদ্বেষ, হিন্দু বিরোধিতা, মনের মধ্যে গেঁথে থাকা ইসলামপন্থী অবস্থানের দীর্ঘ মূল থেকে উদ্ভূত হয়েছে। ’

কট্টর জাতীয়তাবাদী টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপকরা প্রথমে কোয়ান্টিকোর অন্যতম অভিনয়শিল্পী ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে দায়ী করেন। তাদের অভিযোগ— প্রিয়াঙ্কা ভারতকে অপমান করেছে। শর্বরী আহমেদের বিরুদ্ধে আঙুল তুলেছেন হিন্দু জাতীয়তাবাদীরা। তাদের অভিযোগ, শর্বরী ‘মুনাফাগত স্বার্থ’ হাসিলের জন্য এ কাজ করেছে।

শর্বরীর আশা, একবার যদি ভারতীয় জাতীয়তাবাদীরা বুঝতে পারেন যে, ওই পর্ব নিয়ে তার কিছু করার ছিল না, তবে তাদের ক্ষোভ কমে যাবে। কিন্তু তা হয়নি। তিনি বলেন, ‘ক্ষুব্ধ কণ্ঠস্বরগুলো তাকে ভারতবিরোধী ও হিন্দুবিরোধী প্রপাগান্ডার মুসলিম এজেন্ট হিসেবে ডাকছে। তাদের অভিযোগ, এ শো-এর মধ্য দিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে।

‘সত্যি কথাটা জানতে হলে তাদেরকে গুগল কিংবা পর্দায় প্রদর্শিত কৃতজ্ঞা  তালিকা দেখতে হবে।’

শর্বরী আহমেদ-২
দ্য ব্লাড অব রোমিও নামের পর্বটি প্রথম প্রচারিত হয়েছিল গত ১ জুন। সেখানে প্রধান চরিত্র অ্যালেক্স পারিশের ভূমিকায় অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। দেখা যায়, প্রিয়াঙ্কা একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টাকে প্রতিহত করেছেন। দেখানো হয়, কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। কিন্তু বৈঠকের আগে প্রিয়াঙ্কা টের পান এর মধ্য দিয়ে হিন্দু জাতীয়তাবাদীরা পাকিস্তানিদের ফাঁসানোর চেষ্টা করছে।

হিন্দু জাতীয়তাবাদীদের তুমুল সমালোচনার মুখে কোয়ান্টিকোর প্রযোজনা প্রতিষ্ঠান এবিসি ক্ষমা চাইতে বাধ্য হয়। পরে প্রিয়াঙ্কাও ক্ষমা চান। এবিসি নেটওয়ার্কের পক্ষ থেকে দৃঢ়ভাবে প্রিয়াঙ্কার পক্ষে সাফাই গাওয়া হয়। তবে শর্বরী আহমেদের জন্য এ ধরনের কোনও বিবৃতি দেওয়া হয়নি। এমনকি স্ক্রিপ্ট নিয়ে তার কিছু করার ছিল না।  ক্ষমা প্রার্থনার বিষয়টি শর্বরীকে হতাশ করে। কেননা, এই শর্বরী আহমেদই একসময় উগ্রপন্থী ইসলামের উত্থানের বিরুদ্ধে কঠোরভাবে লিখেছিলেন এবং বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর চালানো নৃশংসতার বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রিয়াঙ্কা ও এবিসি’র ক্ষমা প্রার্থনাকে হুমকির কাছে আত্মসমর্পণ বলে মনে করছেন তিনি।

শর্বরী আহমেদ বলেন, ‘আমার মনে হলো (এবিসি আর চোপড়া) যেন হুমকির কাছে আত্মসমর্পণ করেছে। এভাবে ফ্যাসিবাদ টিকে থাকে।’

টুইটারেও এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন শর্বরী আহমেদ। সেখানে তিনি দাবি করেন, প্রিয়াঙ্কা চোপড়ার দল তাকে ব্লক করেছে।’ তবে শর্বরীর এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। শর্বরী বলেন, ‘প্রিয়াঙ্কা সিজন ওয়ানে আমি যে পর্বটি লিখেছিলাম তা প্রিয়াঙ্কা পছন্দ করেছিলেন এবং এ নিয়ে টুইটও করেছিলেন। তবে এখন তার দল আমাকে ব্লক করে দিয়েছে। এটা কষ্টকর।’

 

 

/এফইউ/ এপিএইচ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা