X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চীনের সঙ্গে টানাপড়েন, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো দূতাবাস!

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৮, ১৮:০৬আপডেট : ১২ জুন ২০১৮, ১৮:২২

চীনের সঙ্গে সম্পর্কে টানাপড়েনের বাস্তবতায় তাইওয়ানের প্রতি অধিক আগ্রহী হচ্ছে যুক্তরাষ্ট্র। ১২ জুন মঙ্গলবার তাইওয়ানের রাজধানীতে ২৫৬ মিলিয়ন ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের নতুন রিপ্রেজেন্টেটিভ অফিস খুলেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে একে একটি ডি ফ্যাক্টো দূতাবাস হিসেবে উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির বাস্তবতায় গণতান্ত্রিক ও স্বশাসিত তাইওয়ানের সঙ্গে কৌশলগত সম্পর্কের ওপর আস্থা রাখছে ওয়াশিংটন।

ডি ফ্যাক্টো উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। তবে দ্বীপ দেশটি এখনও ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। যুক্তরাষ্ট্র তাদের একচেটিয়া বৈদেশিক অস্ত্র সরবরাহকারী রাষ্ট্র।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখতে চালু করা হয় আমেরিকান ইন্সটিটিউট অব তাইওয়ান।

মঙ্গলবারের অনুষ্ঠানে রীতিমতো বেইজিংকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেন তাইওয়ানের প্রেসিডেন্ট তিসাই ইং-ওয়েন। তিনি বলেন, নতুন এই কমপ্লেক্স ‘গুরুত্বপূর্ণ সম্পর্কের’ ব্যাপারে উভয় পক্ষের প্রতিশ্রুতির দৃঢ়তার বহিঃপ্রকাশ। যতদিন এই দুই দেশ পরস্পরের পাশে থাকবে ততদিন তাদের মধ্যে অন্য কেউ এরমধ্যে আসতে পারবে না।

আমেরিকান ইন্সটিটিউট অব তাইওয়ান (এআইটি)-এর পরিচালক কিন ময় বলেন, নতুন এই কমপ্লেক্স মূলত এআইটি’র কয়েক দশক ধরে ব্যবহৃত কমপ্লেক্সের বড় ধরনের আপগ্রেড। এই গ্রীষ্মের পর থেকে এখানে রিপ্রেজেন্টেটিভ অফিসের কার্যক্রম শুরু হবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী মেরি রয়েস বলেন, এই কমপ্লেক্স যুক্তরাষ্ট্র-তাইওয়ান অংশীদারিত্বের শক্তিমত্তা এবং স্পন্দনের প্রতীক। এক্ষেত্রে আমাদের বহু পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমরা প্রতিটি চ্যালেঞ্জ থেকে উত্তরণ ঘটিয়েছি। আমরা জানি যে, গণতন্ত্রের প্রতি আমাদের যৌথ অঙ্গীকারের বিষয়টি আমদের দেখতে হবে।

২০১৫ সালের পর এটাই মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষস্থানীয় কোনও কর্মকর্তার প্রথম তাইওয়ান সফর।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের নতুন এই কমপ্লেক্সের ব্যাপারে বেইজিংয়ের অবস্থান ওয়াশিংটনের কাছে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সেখানে ঊর্ধ্বতন মার্কিন কূটনীতিকের উপস্থিতির বিষয়টিও ট্রাম্প প্রশাসনের নজরে আনা হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেঙ্গ শুয়াং এক প্রাত্যহিক ব্রিফিংয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে চীনের কাছে দেওয়া প্রতিশ্রুতি সুস্পষ্টভাবে পালনে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই। তাদের ভুল পদক্ষেপগুলো শোধরানো, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়