X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দুই সহস্রাধিক চিকিৎসকের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৮, ২১:১৯আপডেট : ১২ জুন ২০১৮, ২১:৩৪

পাঁচ মাসে দুই হাজার ৩০০-এরও বেশি চিকিৎসকের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। এই চিকিৎসকরা দেশটিতে কাজ করার ব্যাপারে আগ্রহী ছিলেন। এমনটাই উঠে এসেছে সরকারি প্রতিবেদনে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

দুই সহস্রাধিক চিকিৎসকের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ৬ নভেম্বর থেকে ৫ এপ্রিল পর্যন্ত টায়ার ২ ভিসার জন্য আবেদন করেছিলেন তিন হাজার ৫৯৭ জন চিকিৎসক। কিন্তু শেষ পর্যন্ত এ ভিসা পান আবেদনকারীদের মাত্র ৩৪ শতাংশ।

ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরের কাছ থেকে ফ্রিডম অব ইনফরমেশনের আওতায় এই তথ্য সংগ্রহ করেছে আইনি প্রতিষ্ঠান এভারশেডস সাদারল্যান্ড।

টায়ার-২ ভিসার আওতায় ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে অভিবাসী নিয়োগ দিতে পারে ব্রিটিশ প্রতিষ্ঠাগুলো।

ভিসার ক্ষেত্রে বার্ষিক সীমারেখা ২০ হাজার ৭০০, মাসিক সর্বোচ্চ ১৬০০। ২০১৭ সালের ডিসেম্বরের আগ পর্যন্ত গত ছয় বছরে মাত্র একবার এই সীমারেখা অতিক্রম করে।

ইতোপূর্বে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন কাউন্সিলের প্রধান ড. চান্দ নাগপল আরও শিথিল অভিবাসন ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। তিনি চান যেন কোনও চিকিৎসককে ফিরে যেতে না হয় এবং জাতীয় স্বাস্থ্যসেবায় সংকট (ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস) তৈরি না হয়।

ড. চান্দ নাগপল বলেন, এনএইচএস-এ এক লাখেরও বেশি পোস্ট খালি পড়ে আছে। এই শূন্যতা বেড়েই চলছে, তাও এমন সময় যখন আমরা খুব করে লোক নিয়োগ দিতে চাইছি। চলমান ভিসা ব্যবস্থার কারণে যুক্তরাজ্যে রোগীদের স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়েছে।

পররাষ্ট্র দফতর জানিয়েছে, তারা আন্তর্জাতিক পেশাজীবীদের অবদান স্বীকার করে। তবে চাকরির ক্ষেত্রে অভিবাসন ব্যবস্থার এটা নিশ্চিত করা উচিত যে, শ্রমবাজারে আগে ব্রিটিশ নাগরিকরা যেন গুরুত্ব পায়।

দফতরের একজন মুখপাত্র জানান, ‌যখন চাহিদা যোগানের চেয়ে বেড়ে যায় তখনই টায়ার-২ এর প্রয়োজন পড়ে। এখন পর্যন্ত তেমন অভাব পরিলক্ষিত হয়নি। যে আবেদনগুলো প্রত্যাখান করা হয়েছে তারা আবারও পরের মাসে আবেদন করতে পারবেন।

/এমপি/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া