X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আলোচনার কেন্দ্রে ট্রাম্পের সামরিক মহড়া বন্ধের প্রতিশ্রুতি

মাহাদী হাসান
১৩ জুন ২০১৮, ১৬:০০আপডেট : ১৩ জুন ২০১৮, ১৬:০৪

সিঙ্গাপুর বৈঠক থেকে পরমাণু নিরস্ত্রীকরণের প্রশ্নে যৌথ ঘোষণা এলেও তাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্র দখল করেছে ট্রাম্পের সংবাদ সম্মেলনে দেওয়া এক ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া স্থগিত রাখবেন তিনি। ট্রাম্প অবশ্য সেনা প্রত্যাহারের ঘোষণা দেননি। তা সত্ত্বেও মহড়া বন্ধের ঘোষণাতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে তার এশীয় মিত্ররা। ট্রাম্পের ওই ঘোষণার প্রশ্নে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনও স্ববিরোধী বক্তব্য হাজির করেছে। তবে মিত্রদের নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষায় অটল থাকবে বলে  আশ্বস্ত করেছে পেন্টাগন।

আলোচনার কেন্দ্রে ট্রাম্পের সামরিক মহড়া বন্ধের প্রতিশ্রুতি

মঙ্গলবার (১২ জুন) সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক এক বৈঠকের পর দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। সেই চুক্তির বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোরীয় উপদ্বীপে ‘উষ্কানিমূলক যুদ্ধ যুদ্ধ খেলা’ বন্ধের ঘোষণা দিয়ে চমক দেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে নিতে চান তিনি। আগে এই সামরিক মহড়া সমর্থন করলেও ট্রাম্প এখন বলছেন, এটি ‘উষ্কানিকমূলক’। শোনা যাচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনাও করেননি ট্রাম্প।    

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ হাজার সেনা রয়েছে। প্রতি বছর তাদের পরিবর্তন করা হয়ে। প্রশান্ত মহাসাগরের গুয়াম ঘাঁটি থেকে তারা বড় ধরনের সামরিক মহড়া চালায়। উত্তর কোরিয়া এই বার্ষিক মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে বিবেচনা করে। আর দক্ষিণ কোরিয়ার দাবি এটা তাদের আত্মরক্ষামূলক কার্যক্রম।ট্রাম্প বলেন, এই মহড়া বন্ধ করলে ‘অনেক টাকা বাঁচবে’। তবে উত্তর কোরিয়া যদি সহযোগিতামূলক আচরণ বন্ধ করে দেয় তবে আবারও মহড়া চালাবেন তারা।

আলোচনার কেন্দ্রে ট্রাম্পের সামরিক মহড়া বন্ধের প্রতিশ্রুতি

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তে ওই অঞ্চলে থাকা মার্কিন মিত্ররা বিস্মিত। ভাবা হচ্ছে সিদ্ধান্তটি অনেকটাই উত্তর কোরিয়ার পক্ষে গেছে। মহড়া বন্ধের প্রশ্নে পেন্টাগনের অবস্থানেও দেখা গেছে স্ববিরোধ। বৈঠকের আগেরদিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সংবাদিকদের বলেছিলেন, তিনি মনে করেন না যে আলোচ্যসূচিতে মার্কিন সেনাদের বিষয়ে কোনও কথা থাকবে। এমন পরিকল্পনা থাকলে তিনি অবশ্যই জানতেন। তিনি বলেন, ‘অবশ্যই আমি বিষয়টা জানবো।’ ট্রাম্পের ঘোষণা পর অবশ্য পেন্টাগন দাবি করে ম্যাটিস হঠাৎ করে শোনেননি। মুখপাত্র ডানা হোয়াইট বলেন, তাকে আগেই জানানো হয়েছিল। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের জোট এখনও অটল। আমরা ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চাই।

কেউ বলছেন এই সিদ্ধান্তে আদতে লাভ হয়েছে উত্তর কোরিয়ার। আর ট্রাম্পের দাবি, এখনও কিছুই ছেড়ে দেননি তিনি। ‍উত্তর কোরিয়া সহযোগিতা না করলে আবারও মহড়া শুরু হবে। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করে দেখছেন তারা। প্রেসিডেনশিয়াল ব্লু হাউস জানায়, ট্রাম্পের বক্তব্যের অর্থ আরও ভালোভাবে খুঁজে বের করার চেষ্টা করছে তারা। মঙ্গলবার রাতে ট্রাম্পের সঙ্গে ২০ মিনিট ফোনালাপ করেছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইন। তবে সামরিক মহড়া নিয়ে কথা হয়েছে কি না সরকারি বিজ্ঞপ্তিতে তার কোনও উল্লেখ নেই।

আলোচনার কেন্দ্রে ট্রাম্পের সামরিক মহড়া বন্ধের প্রতিশ্রুতি

মঙ্গলবার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণে সম্মত হলে উত্তর কোরিয়ার অর্জনের কোনও ‘সীমা থাকবে না’। অনেক কিছু পাবে তারা। এরপর ট্রাম্পকে কিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি তাদের জনগণের ভবিষ্যতের জন্য প্রথম সাহসী পদক্ষেপ নিয়েছেন। এতে করে বিশ্ব অনেক বড় পারমাণবিক দুযোর্গ থেকে বেঁচে গেছে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী