X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মহড়া বন্ধের বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৮, ১৮:৩০আপডেট : ১৩ জুন ২০১৮, ১৮:৩৪

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া বন্ধের বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন থেকে এ আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট। এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, ট্রাম্পের মহড়া বন্ধের ঘোষণায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অবাক হয়েছেন কিনা? উত্তরে ডানা হোয়াইট বলেন, তিনি অবাক হননি। বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রেসিডেন্টের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গেও এ ব্যাপারে তার বিস্তারিত কথা হয়েছে।

ডানা হোয়াইট বলেন, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণে প্রেসিডেন্টের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী একমত পোষণ করেন।

এর  আগে সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বলেছেন, ‘কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে ব্যয়বহুল ও খুবই উসকানিমূলক মহড়ার অবসান ঘটানো হবে।’ দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ সামরিক মহড়া চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু মঙ্গলবার ট্রাম্প-কিম বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ ইস্যুতে দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

সিঙ্গাপুর বৈঠক থেকে পরমাণু নিরস্ত্রীকরণের প্রশ্নে যৌথ ঘোষণা এলেও তাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্র দখল করেছে ট্রাম্পের সংবাদ সম্মেলনে দেওয়া এ ঘোষণা। ট্রাম্প অবশ্য সেনা প্রত্যাহারের ঘোষণা দেননি। তা সত্ত্বেও মহড়া বন্ধের ঘোষণাতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের এশীয় মিত্ররা। তবে মিত্রদের নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষায় অটল থাকবে বলে  আশ্বস্ত করেছে পেন্টাগন।

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ হাজার সেনা রয়েছে। প্রতি বছর তাদের পরিবর্তন করা হয়ে। প্রশান্ত মহাসাগরের গুয়াম ঘাঁটি থেকে তারা বড় ধরনের সামরিক মহড়া চালায়। উত্তর কোরিয়া এই বার্ষিক মহড়াকে দেশটিতে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে বিবেচনা করে। আর দক্ষিণ কোরিয়ার দাবি, এটা তাদের আত্মরক্ষামূলক কার্যক্রম। ট্রাম্প বলেন, এই মহড়া বন্ধ করলে ‘বিপুল অর্থ বাঁচবে’। তবে উত্তর কোরিয়া যদি সহযোগিতামূলক আচরণ বন্ধ করে দেয় তবে ফের মহড়া শুরু করবে ওয়াশিংটন।

/এমপি/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!