X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় ইরানপন্থী মিলিশিয়াদের ওপর বোমাবর্ষণ করেছে ইসরায়েল : নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৮, ১৮:৫৮আপডেট : ১৪ জুন ২০১৮, ১৯:০২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ সিরিয়ায় ইরান সমর্থিত শিয়াপন্থী মিলিশিয়াদের ওপর বোমাবর্ষণ করেছে। সিরিয়া থেকে ইউরোপমুখী সুন্নি মুসলিমদের ঢল থামাতে এ পদক্ষেপ নেওয়ার দাবি করেছে তেল আবিব। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বেনিয়ামিন নেতানিয়াহু ইতোপূর্বে ইসরায়েলি কর্মকর্তারাও সিরিয়ায় তৎপর লেবাননভিত্তিক সশস্ত্র শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরান সমর্থিত শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। এসব গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সিরিজ বিমান হামলার সত্যতাও তারা নিশ্চিত করেছেন। হিজবুল্লাহ বা ইরান সমর্থিত বিদ্রোহীদের কাছে অস্ত্র পৌঁছানো ঠেকাতে এসব হামলা চালানো হয়েছিল। তবে ইসরায়েলের পক্ষ থেকে খুব কমই এসব হামলার ব্যাপারে মুখ খোলা হয়।

সিরিয়ায় বিভিন্ন দেশ থেকে ৮০ হাজার শিয়া বিদ্রোহীকে জড়ো করে ইসরায়েলের বিরদ্ধে তাদের উসকে দেওয়ার জন্য ইরানকে অভিযুক্ত করেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে উসকানি ছাড়াও সুন্নি সংখ্যাগরিষ্ঠ সিরিয়াকে শিয়া রাষ্ট্রে পরিণত করতে চায় তেহরান।

নেতানিয়াহু বলেন, ফের আরেকটি গৃহযুদ্ধের রশদ তৈরি হচ্ছে; একে ধর্মযুদ্ধ বলা চলে। এই অগ্নিস্ফুলিঙ্গে লাখ লাখ মানুষ ইউরোপে পালিয়ে যাবে। এতে করে বহু দেশে অন্তহীন সন্ত্রাসবাদের উত্থান ঘটবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন সময়ে এ মন্তব্য করলেন, যার মাত্র কয়েকদিন আগে ইরানের মিত্র সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার দেশের সেনাবাহিনীর ওপর রাশিয়ার সর্বময় কর্তৃত্বের খবর নাকচ করে দিয়েছেন।

ব্রিটিশ সংবাদপত্র দ্য মেইল’কে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ বলেন, ‘আমাদের সম্পর্ক চলাকালে রুশরা কখনওই আদেশ দেওয়ার চেষ্টা করেনি। এমনকি মতপার্থক্য থাকলেও তারা এমন কিছু বলেনি’।

আসাদ বলেন, ‘বিভিন্ন পক্ষের সঙ্গে অন্য পক্ষের ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক। সেটা আমাদের সরকারই হোক আর অন্য সরকারই হোক। রাশিয়া-সিরিয়া, সিরিয়া-ইরান, রাশিয়া-ইরান এবং এসব দেশের সরকারগুলোর মধ্যে মতের ভিন্নতা রয়েছে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু সবশেষে মূল বিষয় হলো, সিরিয়ায় কী হচ্ছে আর কী হতে যাচ্ছে, তা সিরিয়া সিদ্ধান্ত নেবে।’

সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সিরিয়ায় লেবানন সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েন নিয়ে ইরান সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে। সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীর সঙ্গে রাশিয়ার মতবিরোধের ঘটনা এটাই প্রথম। আর ইসরায়েলও চায় রাশিয়ার সঙ্গে মিলে সিরিয়া থেকে ইরানকে উৎখাত করতে। এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও দ্বারস্থ হয়েছে তেল আবিব।

/এমপি/
সম্পর্কিত
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!